Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kerosene dealer

বাড়তি দামে কেরোসিন, ডিলারকে ঘিরে বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশাগাঁতে ওই ডিলারের বিরুদ্ধে বহুদিন ধরেই রেশন নিয়ে নানা অভিযোগ তুলছিলেন গ্রাহকেরা।

বেশি দাম নেওয়ার প্রতিবাদে গ্রামবাসীরা। বুধবার। নিজস্ব চিত্র

বেশি দাম নেওয়ার প্রতিবাদে গ্রামবাসীরা। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মারিশদা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০৫:৩৭
Share: Save:

এপ্রিলের শুরু থেকে কেরোসিনের দাম লিটার পিছু ১০ টাকা কমানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তা সত্ত্বেও পুরানো দরে কেরোসিন তেল বিক্রি করার অভিযোগ উঠল এক ডিলারের বিরুদ্ধে। বুধবার এই ঘটনার প্রতিবাদে কাঁথি ৩ ব্লকের মশাগাঁতে অভিযুক্ত ডিলারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। পরে সেখানে ছুটে যায় মারিশদা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশাগাঁতে ওই ডিলারের বিরুদ্ধে বহুদিন ধরেই রেশন নিয়ে নানা অভিযোগ তুলছিলেন গ্রাহকেরা। এদিন ওই ডিলার গ্রাহকদের কাছ থেকে ৩০ টাকা লিটারের পরিবর্তে ৪২ টাকা লিটার পিছু কেরোসিন তেল বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর ডিলারের বাড়ির সামনে জড়ো হন কয়েকশো গ্রাহক। তাঁরা বিক্ষোভ দেখালে বন্ধ হয়ে যায় কেরোসিন বণ্টনের কাজ। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ। পৌঁছয় মারিশদা থানার পুলিশও। অভিযুক্ত ডিলারের দাবি, তিনি পুরনো দরে কেরোসিন তেল ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কিনেছিলেন। তাই তাকে পুরনো দরে গ্রাহকদের কেরোসিন তেল বিক্রি করতে হচ্ছে।

প্রসঙ্গত, এপ্রিল মাস থেকে চাল, চিনি, গম রেশনে আগামী ছ’মাস বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করে রাজ্য সরকার। পাশাপাশি কেরোসিন আগের তুলনায় লিটার কিছু ১০ টাকা করে কম নেওয়া হবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। এদিন একাধিক গ্রাহকের অভিযোগ, পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন কেরোসিন ডিলার রাজ্য সরকারের নিয়ম মেনে কেরোসিন বণ্টন করছেন। এ ব্যাপারে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ বলেন, ‘‘রাজ্য সরকারের নির্দেশ মেনে গ্রাহকদের স্বার্থ সুরক্ষার কথা কেরোসিন ডিলারকে বলে দিয়েছি। রাজ্য সরকারের বেঁধে দেওয়া নতুন দরে গ্রাহকদের কেরোসিন দিতে বলা হয়েছে। ওই ডিলারের বিরুদ্ধে বাকি যে সব অভিযোগ রয়েছে, তা লকডাউন পরবর্তী পর্যায়ে প্রশাসনিক ভাবে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’’ কাঁথি ৩ ব্লকে বিডিও নেহাল আহমেদ বলেন, ‘‘কেরোসিন বিক্রির ক্ষেত্রে বাড়তি দাম নেওয়ার অভিযোগ জানতে পেরেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerosene dealer Marishda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE