Advertisement
২২ মে ২০২৪

চিকিৎসার গাাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজা বলেন, “ঠিক কী হয়েছে দেখছি। চিকিত্‌সক এবং নার্সদের সঙ্গে কথা বলব।”

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০০:৩৭
Share: Save:

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজা বলেন, “ঠিক কী হয়েছে দেখছি। চিকিত্‌সক এবং নার্সদের সঙ্গে কথা বলব।”

হাসপাতাল সূত্রে খবর, গত ২৯ জুন শ্বাসকষ্ট নিয়ে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হন বছর পঁচাত্তরের কিঙ্কর তেওয়ারি। তাঁর বাড়ি লালগড়ের সিজুয়ায়। এই ক’দিন মেদিনীপুর মেডিক্যালেই চিকিৎ সাধীন ছিলেন তিনি। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের এক সূত্রে খবর, এ দিনই কিঙ্করবাবুকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। চিকিৎসকরাই স্থানান্তরের পরামর্শ দেন। অবশ্য অন্য ওয়ার্ডে স্থানান্তর করার আগেই বৃদ্ধের মৃত্যু হয়।

রোগীর পরিস্থিতি যখন স্থিতিশীল নয়, তখন কেন তাঁকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হল, এই প্রশ্নও উঠছে। সুপার তন্ময়বাবু বলেন, “কোন পরিস্থিতিতে স্থানান্তর করা হয়েছিল, তা দেখতে হবে। তারপরই এ নিয়ে বলা সম্ভব। তবে হৃদ্‌রোগ যে কোনও সময় হতে পারে।” শুক্রবারের ঘটনা নিয়ে অভিযোগ এলে পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

patient death treatment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE