গ্রাম পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত প্রধান রুমি বেরা গিরি নিজেও তৃণমূল কর্মী। তবে ভোটের পর বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব এবং তাঁর বিরুদ্ধে ক্ষোভ থেকেই হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন রুমি।
শুক্রবার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠক চলাকালীনই ধুন্দুমার ঘটনা ঘটে যায়। আহতও হয়েছেন পঞ্চায়েত প্রধান। তাঁকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘‘আমায় অনেকদিন ধরেই সরানোর পরিকল্পনা করছেন কিছু পঞ্চায়েত সদস্য। তাঁরা কাজ কর্মও বন্ধ করে দিয়েছিলেন। আবার যাতে কাজ শুরু করা যায়, তা নিয়েই মিটিং ডাকা হয়েছিল। ওই মিটিংয়েই আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। শুধু তাই নয়, আমাকে আঘাত করার পরিকল্পনা ছিল ওঁদের।’’ পাঁচ পঞ্চায়েত সদস্য ছাড়াও দুই ‘বহিরাগত’-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন রুমি। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে, তিনি জানান।
যদিও ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি অশোক রাউত বলেন, ‘‘পুরোটাই সাজানো ঘটনা। মারামারির ঘটনা কোথাও ঘটেনি। ঠিকঠাক বৈঠক হয়েছে। প্রধানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। উনি বহু দিন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার চালিয়েছে। এখনও তাই বলবেন, এটাই স্বাভাবিক। কেশিয়াড়িতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’’