দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক আশীষ সেনগুপ্তকে মারধর করার অভিযোগ উঠল দলেরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের কমলা কেবিন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে। ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কর্মীদের হামলায় মাথায় আঘাত পেয়েছে আশীষ। খড়গপুর টাউন থানায় অভিযোগও জানিয়েছেন তিনি।
আশীষের বক্তব্য, বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার। সেই হারের দায় তাঁর ঘাড়েই চাপিয়ে এই হামলা করা হয়েছে। প্রদীপ সরকারের অনুগামীরাই রয়েছেন এই হামলার পিছনে। তিনি জানান, সোমবার তিনি যখন পার্টি অফিসে ছিলেন, সেই সময়ে তৃণমূলের প্রায় শ’দেড়েক যুব নেতা ও সমর্থক সেখানে ঢুকে তাঁর উপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে ব্যাপক মারধর করা শুরু করে। বোমাবাজিও করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
যদিও এই ঘটনায় তাঁর কোনও হাত নেই বলেই জানিয়েছেন প্রাক্তন বিধায়ক তথা খড়গপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান প্রদীপ সরকার। তিনি বলেন, ‘‘ওই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। তবে বিষয়টি শুনেছি, খোঁজ খবর নেওয়া হচ্ছে।’’