ফিজিওথেরাপির সময় পা ভাঙল পাঁচ মাসের এক শিশুর। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন ওই শিশুর বাবা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।
মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের মাদারবনির বাসিন্দা রাজকুমার বেরা তাঁর পাঁচ মাসের ছেলে সঙ্কেতকে নিয়ে শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে আসেন। চিকিৎসকেরা জানান, সঙ্কেতের ফিজিওথেরাপি করাতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো ফিজিওথেরাপিতে যান রাজকুমার। তাঁর কথায়, ‘‘ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসক, কর্মীরা ছেলেকে ব্যায়াম করাতে শুরু করেন। প্রথমে ডান হাত ও পায়ের ব্যায়াম করান তাঁরা। পরে বাঁ পায়ের ব্যায়াম শুরুর কিছুক্ষণ করে ছেলে কাঁদতে শুরু করে। একটু পরে দেখি, ছেলের বাঁ পা ফুলে যাচ্ছে।’’
রাজকুমারের দাবি, ফিজিওথেরাপি বিভাগের চিকিৎসক- কর্মীদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, কেন ছেলের পা ফুলে যাচ্ছে? তাঁকে বলা হয়, এটা কিছু নয়। বাচ্চারা এ ভাবে কাঁদেই। কিছু পরে সব ঠিক হয়ে যাবে। পা ফোলাও কমে যাবে। তাঁকে বাড়ি ফেরার পরামর্শও দেওয়া হয়।