একটি ছবি আর একটি পোস্ট। সেটাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে সরগরম রাজনৈতিকমহল।
কলকাতায় এনআরএস হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের সমর্থনে আগেই ‘পাশে’ দাঁড়িয়েছিল শাসক দলের হেভিওয়েট দুই পরিবারের সদস্য। এ বার চিকিৎসকদের মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং চিকিৎসকদের আন্দোলনকে বৈধ বলে দাবি করলেন খোদ শাসক দলের জনপ্রতিনিধি।
শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পার্থপ্রতিম দাস। পেশায় চিকিৎসক পার্থবাবু নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এক টাকা সাম্মানিক বেতনে রোগী দেখেন। গত কয়েক দিন ধরে চিকিৎসকদের মারধরের পর রাজ্যজুড়ে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। তার পরিপ্রেক্ষিতে এনআরএস হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ফেসবুকে একটি পোস্টে পার্থবাবু লিখেছেন, ‘ওরা বলছে, জান- প্রাণ লড়িয়ে মানুষের সেবা করে যাব। কিন্তু ব্যর্থ হলে জান- প্রাণ কেড়ে নিতে চাইলে, আমাদের রক্ষা করুন। শুধু নিরাপত্তার দাবি’। একইসঙ্গে গত কয়েক দিন ধরে চিকিৎসকদের ধর্মঘটের জেরে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে যে তীব্র সংকট তৈরি হয়েছে, তার জন্য উদ্বেগ প্রকাশ করে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য পার্থবাবু আরও লিখেছেন, অবাস্তব দাবি তো ওরা করেনি! মেনে নিতে অসুবিধা কোথায়? তিনি আরও লিখেছেন, আইন মেনে দোষীদের শাস্তি দিতে অসুবিধা কোথায়!