Advertisement
০৭ মে ২০২৪

ভোটার কার্ড কেড়ে মনোনয়নে বাধা বিজেপিকে

অভিযোগ, তৃণমূলের কর্মীরা কালিয়ারা-১ গ্রাম পঞ্চায়েতের মানিকখোলা গ্রামের বিজেপি মনোনীত প্রার্থী শ্যামলী দোলুইয়ের ভোটার কার্ড কেড়ে নেয়।

প্রস্তুতি: মেদিনীপুরে জেলাশাসকের দফতরে ভোট সরঞ্জাম গোছানোর ব্যস্ততা। ছবি: কিংশুক আইচ।

প্রস্তুতি: মেদিনীপুরে জেলাশাসকের দফতরে ভোট সরঞ্জাম গোছানোর ব্যস্ততা। ছবি: কিংশুক আইচ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর ও ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০২:১৪
Share: Save:

বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে মঙ্গলবার খড়্গপুর-২ ব্লক অফিসের সামনে উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, তৃণমূলের কর্মীরা কালিয়ারা-১ গ্রাম পঞ্চায়েতের মানিকখোলা গ্রামের বিজেপি মনোনীত প্রার্থী শ্যামলী দোলুইয়ের ভোটার কার্ড কেড়ে নেয়। এর জেরে মনোনয়নপত্র জমা করতে পারেননি শ্যামলীদেবী। বিজেপি প্রার্থী ব্লক অফিস ছেড়ে বাড়ি চলে যাওয়ায় ফিরে যায় বিজেপির কর্মীরাও।

কালিয়ারা-১ গ্রাম পঞ্চায়েতের মানিকখোলা বুথের ওই আসনটি এত দিন সিপিএমের দখলে ছিল। এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত গোপাল দোলুই ও তাঁর স্ত্রী শ্যামলীদেবী মাস কয়েক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। চায়ের দোকানের রোজগারেই চলে তাঁদের সংসার। বিজেপি শ্যামলীদেবীকে প্রার্থী করায় এ দিন দলের নেতাদের নির্দেশ মতো শ্যামলীদেবী ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন।

টাকা জমা করে মনোনয়ন জমার আগে ভোটার কার্ডের প্রতিলিপি বের করতে বাইরে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী শ্যামলীদেবীকে মনোনয়ন জমা দিতে নিষেধ করে। শ্যামলীদেবীর অভিযোগ, “বিজেপি আমাকে প্রার্থী করায় ওরা শাসিয়ে গিয়েছিল। তবে ভয় কাটিয়ে মনোনয়ন জমা দিতে গেলে এলাকার তৃণমূল কর্মী অরুণ ঢক স্বামীকে ধমক দিয়ে আমার থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেয়। দশদিন পরে ভোটার কার্ড দেবে বলেছে।’’ তাঁর আরও দাবি, ‘‘আমাদের তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে। যদি ওঁরা মারধর করে তাই ভয়ে অভিযোগ জানাইনি।” তৃণমূলের এক যুবক তাঁদের মোটরবাইকে মাদপুর বাসস্টপ পর্যন্ত ছেড়ে দিয়ে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি। বিজেপি ব্লক সাধারণ সম্পাদক বরুণ মাজি বলেন, “ব্লক অফিস চত্বরে তৃণমূলের দুষ্কৃতীরা ছড়িয়ে রয়েছে। মনোনয়ন পর্বেই যদি এমন হয় তবে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা চাইছি মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমার ব্যবস্থা হোক।” যদিও তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ মাজি বলেন, “এ সব মিথ্যা অভিযোগ তুলে বিজেপি প্রচারে আসতে চাইছে।” এ বিষয়ে বিডিও মহম্মদ ওয়ালিউল্লাহ বলেন, “এ ধরনের অভিযোগ আসেনি। ব্লক অফিসে এমন ঘটনা ঘটেনি। অফিসের বাইরে এমন ঘটেছে কি জানা নেই।” এ দিন ব্লক অফিস চত্বরে কালিয়ারা-১ পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী শ্যামলেন্দু পালের মনোনয়নপত্রের টাকা জমার রসিদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী কংগ্রেস প্রার্থীর প্রস্তাবক আশিস মণ্ডলের ভোটার ও আধার কার্ড ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

অন্য দিকে, মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা পরিষদের ছ’টি আসনে মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস। কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও কংগ্রেসের শিক্ষক নেতা প্রসেনজিৎ দে-র নেতৃত্বে প্রার্থীরা মহকুমাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE