Advertisement
২০ মে ২০২৪
Nandigram Fire

বৈঠক শেষ করে নেতারা বেরোতেই নন্দীগ্রামে বিজেপির অফিসে আগুন, ভস্মীভূত মোদী, শাহের ছবি

শনিবার রাতে বৈঠক সেরে নেতারা বেরিয়ে যাওয়ার পর নন্দীগ্রামে বিজেপির একটি পার্টি অফিসে আগুন দেওয়া হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। পাল্টা বিজেপির গোষ্ঠীকোন্দলের অভিযোগ তৃণমূলের।

নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন।

নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৪
Share: Save:

শনিবার রাতে এলাকায় সভা ছিল বিজেপির। তার পরেই নন্দীগ্রাম থানার আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথ এলাকায় বিজেপির পার্টি অফিসে আগুন। বিজেপির অভিযোগ, পার্টি অফিসে থাকা গুরুত্বপূর্ণ জিনিস লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ জন্য তৃণমূলকে সরাসরি দায়ী করেছে বিজেপি। যদিও গোটা ঘটনার নেপথ্যে বিজেপির গোষ্ঠীকোন্দলকেই পাল্টা দায়ী করেছে তৃণমূল।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে কিয়াখালি এলাকায় বুথ স্তরের বৈঠকে বসেছিলেন বিজেপি নেতারা। হাজির ছিলেন বিজেপি নেতা মেঘনাদ পাল-সহ বিজেপি নেতৃত্ব। তাঁরা বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার পরেই রাতের অন্ধকারে ওই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে বিজেপি নেতৃত্ব এসে আগুন নেভাতে চেষ্টা করলেও তত ক্ষণে আগুনের গ্রাসে গোটা পার্টি অফিস।

বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, ‘‘এ বার তৃণমূলকে পরাস্ত করে আমদাবাদ অঞ্চলের দখল নিয়েছে বিজেপি। তার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হতেই তৃণমূলের দুষ্কৃতীরা সক্রিয় হয়ে উঠেছে। শনিবার এলাকায় আমাদের বৈঠক শেষ হতেই পার্টি অফিসে আগুন ধরানো হয়।’’ তাঁর দাবি, পার্টি অফিসে দলীয় বিজেপির পতাকার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার ছবি, ব্যানার ও লিফলেট ছিল। আগুনে সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পার্টি অফিসে আগুন ধরানোর ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ করছে বিজেপি। যদিও বিজেপির গোষ্ঠীকোন্দলকেই পাল্টা দায়ী করছে তৃণমূল। নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূলের সভাপতি সুনীলবরণ জানা বলেন, ‘‘আমদাবাদে বিজেপির চরম গোষ্ঠীকোন্দল চলছে। যার মূলে রয়েছে আদি বিজেপি নেতা প্রলয় পাল বনাম নব্য নেতা মেঘনাদ পালের গোষ্ঠীর বিবাদ। শনিবার এখানে মেঘনাদ পাল সভা করেছিলেন। কে বা কারা ওই পার্টি অফিসে আগুন ধরাতে পারে তা বিজেপিই বলতে পারবে। তৃণমূল এই ধরনের রাজনীতি করে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Party Office TMC police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE