Advertisement
১৫ জুন ২০২৪

কাল অমিতের সভা, ফের অনুমতি বিতর্ক

ফের রাজ্যে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দ্বিতীয় দফার এই সফরেও সভাস্থলের অনুমতি-বিতর্ক পিছু ছাড়ছে না শাহের।  

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০৩:৫৩
Share: Save:

ফের রাজ্যে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দ্বিতীয় দফার এই সফরেও সভাস্থলের অনুমতি-বিতর্ক পিছু ছাড়ছে না শাহের।

গত সপ্তাহে মালদহে সভা করে গিয়েছেন অমিত। তবে অসুস্থতার জন্য সিউড়ি ও ঝাড়গ্রামে আসা হয়নি তাঁর। সেখানে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব সভা করে গিয়েছেন। এবং প্রতিটি ক্ষেত্রেই সভার মাঠ ও হেলিপ্যাড তৈরির অনুমতি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এ বার কাঁথিতেও সেই বেধেছে বিতর্ক।

কাল, মঙ্গলবার কাঁথিতে শাহের সভা হওয়ার কথা। কিন্তু কাঁথি স্টেশন সংলগ্ন যে ময়দানে সভার আয়োজন হচ্ছে, সেখানে অনুমতি পাওয়া নিয়ে জেলা বিজেপি নেতৃত্বের দাবির সঙ্গে প্রশাসনের বক্তব্য মিলছে না। বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতির দাবি, ‘‘যাবতীয় নিয়ম মেনেই প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রশাসনের তরফে সভা আয়োজনের ক্ষেত্রে কোনও বাধার কথা বলা হয়নি।’’ দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সভার জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সেই মতোই যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বিজেপি, সভার সমর্থনে দলীয় ভাবে প্রচারও চালানো হচ্ছে। হেলিপ্যাড তৈরি নিয়েও এখনও পর্যন্ত কোনও জটিলতা হয়নি বলে বিজেপি নেতৃত্বের দাবি।

এ দিকে, কাঁথি থানা সূত্রের খবর, বিজেপি’র ওই সভা যে মাঠে হবে, সেখানে একাধিক লোকের জমি রয়েছে। তেনই ১৯ জন জমি মালিক তাঁদের জায়গায় ওই সভা করার ক্ষেত্রে আপত্তি জানিয়ে শনিবার কাঁথি থানায় আবেদনপত্র দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ভি সলোমন নেসাকুমারকে এ দিন বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। জবাব দেননি টেক্সট মেসেজের। তবে জেলা পুলিশের এক আধিকারিক বলেনন, ‘‘কাঁথি স্টেশনের কাছে বিজেপি-র সভার জন্য পুলিশের তরফে এখনও অনুমতি দেওয়া হয়নি।’’ তবে প্রস্তাবিত সভাস্থলের এলাকা পরিদর্শনের জন্য রবিবার কাঁথি থানার পুলিশের একটি দল গিয়েছিল।

সভার অনুমতি না পেলে কী হবে?

বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতির দাবি, ‘‘অমিতজি-র সভা হবেই। অনুমতিও পেয়ে যাব বলে মনে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE