Advertisement
১৯ মে ২০২৪
Dilip Ghosh

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় টেনশন হচ্ছে তৃণমূলের: দিলীপ

সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি মন্তব্য করেছিলেন, “শুভেন্দু-দিলীপ কোনও ক্যারিশমা দেখাতে পারবে না।” সে প্রসঙ্গে দিলীপ বলেন, “অজিত মাইতি এত টেনশন কেন করছেন?”

মেদিনীপুরে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

মেদিনীপুরে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২১:২৩
Share: Save:

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ায় পশ্চিম মেদিনীপুরের অজিত মাইতির মতো তৃণমূল নেতারা টেনশনে রয়েছেন। তাই তাঁরা চিৎকার চেঁচামেচি করছেন। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর থেকে শ্রীরামপুর যাওয়ার আগে এমনই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকাল থেকে মেদিনীপুর শহরে দলের বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

সকালে প্রথমে চা চক্রে যোগ দেন দিলীপ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি শমিতকুমার দাস। পরে খড়গপুর ডিআরএম অফিসে রেল শহরের কিছু বিষয় নিয়ে আলোচনা করেতে যান। সেখান থেকে যান খড়গপুরে ১৮ নম্বর বিজেপিতে যোগদান কর্মসূচিতে।

সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি মন্তব্য করেছিলেন, “শুভেন্দু-দিলীপ কোনও ক্যারিশমা দেখাতে পারবে না।” সে প্রসঙ্গে দিলীপ বলেন, “অজিত মাইতি এত টেনশন কেন করছেন? শুভেন্দু বিজেপি যোগ দেওয়ায় কী লাভ হবে তা ভোটের পরই দেখতে পাবেন। আসলে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ায় ওঁদের টেনশন হচ্ছে। তাই এমন চিৎকার চেঁচামেচি করছেন ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Suvendu Adhikari BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE