অপমানজনক ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের দুই বিচারকের এজলাস আজ, বুধবার থেকে অনির্দিষ্টকাল বয়কটের সিদ্ধান্ত নিলেন ‘ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন’ ও ‘ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার ওই দুই বার অ্যাসোসিয়েশনের যৌথসভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলে জানান ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শরিফ নওয়াজ। তাঁর অভিযোগ, ‘‘পূর্ব অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট কোর্ট) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফার্স্ট কোর্ট) আইনজীবীদের সঙ্গে অপমানজনক ব্যবহার করে থাকেন। এ ছাড়াও মামলার কাজে আইনজীবীদের সঙ্গে তাঁরা অসহযোগিতা করেন।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘ওই দুই বিচারকের এমন ব্যবহারের ফলে আইনজীবীরা প্রায়ই নিজেদের পেশাগত মামলার কাজে অসুবিধার মধ্যে পড়ছেন। তাই ওই বিচারকের এজলাস বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ কিন্তু এর ফলে সাধারণ মানুষের তো অসুবিধা হবে ? ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, ‘‘আইনজীবীরা সাধারণ মানুষের হয়েই কাজ করেন। কিন্তু দুই বিচারক তাঁদের মামলার কাজে আইনজীবীদের সঙ্গে সহযোগিতা করছেন না। তাই ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এ বিষয়ে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে।’’ এ নিয়ে জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী আব্দুল মোহিত বলেন, ‘‘দুই বিচারকের এজলাস বয়কট করার বিষয়ে দুই বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আলোচনার মাধ্যমে বিষয়টির যাতে সমাধান হয় সে জন্য চেষ্টা করা হবে।’’