৪ জানুয়ারি মেগা শো গড়বেতায়। সে দিন তৃণমূলের ‘ছোট আঙারিয়া দিবস’। আবার সে দিনই গড়বেতায় বিজেপির জনসভায় থাকবেন শুভেন্দু অধিকারী। যুযুধান দুই শিবিরের দুই কর্মসূচি নিয়ে পারদ চড়ছে গড়বেতায়। জানা গিয়েছে, তৃণমূলের স্মরণসভা ও বিজেপির জনসভা দুটোই একই সময়ে শুরু হওয়ার কথা। তৃণমূল ছোট আঙারিয়া গ্রামে এই সভা করলেও বিজেপির সভা হবে গড়বেতা ১ বিডিও অফিসের উল্টোদিকে হাইস্কুল মাঠে। দুই দলই দুপুর ২ টায় সভা শুরুর সময় নির্দিষ্ট করেছে। সেই সভা সফল করতে গড়বেতায় দুই শিবিরেই শুরু হয়েছে প্রস্তুতি।
সম্প্রতি শুভেন্দু দাঁতনের সভা থেকে ৪ জানুয়ারি গড়বেতায় আসার কথা বলেছিলেন। একদিন পর ঝাড়গ্রামে দাঁড়িয়ে শুভেন্দু আবার ছোট আঙারিয়ার ঘটনা তুলে ধরে সেই সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকার কথা জানান। তবে ৪ তারিখের গড়বেতার সভা কার ব্যানারে, কোথায় হবে তা নিয়ে জল্পনা চলছিল গেরুয়া শিবিরের অন্দরেই। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু একবার ছোট আঙারিয়া গ্রামের স্মরণ অনুষ্ঠানে এসেছিলেন। বাম বিরোধী আন্দোলনে তৃণমূলের অন্যতম হাতিয়ার ছিল ২০০১ সালের ৪ জানুয়ারি ঘটা ছোট আঙারিয়ার ঘটনা। তৃণমূল প্রথম থেকেই একে ‘সিপিএমের গণহত্যা’ বলে প্রচার করেছে। ফলে, তৃণমূল যোগেই শুভেন্দুর সঙ্গে যোগাযোগ গড়ে উঠে ছোট আঙারিয়ার। সেই শুভেন্দু দলবদলের পরে ৪ জানুয়ারি গড়বেতায় আসার ইঙ্গিত দিতেই জল্পনা বাড়ছিল সে দিন ছোট আঙারিয়া গ্রামে তিনি যাবেন কিনা তা নিয়ে।
প্রতিবছর ৪ জানুয়ারি ছোট আঙারিয়া গ্রামে এই দিনটি স্মরণ করে তৃণমূল। এ বারও সেই স্মরণ অনুষ্ঠান করবে তৃণমূল। ফলে, সে দিন ওই গ্রামে সভা করা যাবে না ধরে নিয়ে প্রথমে পাশের অঞ্চল সন্ধিপুরে শুভেন্দুকে নিয়ে জনসভা করবে বলে ঠিক করেছিল বিজেপি। যদিও পরে তার বদলে ধাদিকা ও গড়বেতার দুটি বড়মাঠ দেখা হয়। শেষমেশ জেলা নেতৃত্বের পরামর্শে গড়বেতা ১ ব্লক অফিসের উল্টোদিকে হাইস্কুল মাঠকে সভার জন্য বাছা হয়েছে। বিজেপির ব্যানারেই সেই সভা হবে বলে রাজ্যের নির্দেশ আসার পরই জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের জেলা সহ-সভাপতি মদন রুইদাস বলেন, ‘‘সেদিন বিজেপির গড়বেতা বিধানসভা কেন্দ্রের এই জনসভায় ২০ হাজারেরও বেশি মানুষকে আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, শুভেন্দুদার সঙ্গে থাকবেন দুই সাংসদ, জেলা সভাপতি সহ জেলা নেতৃত্ব। কিছু যোগদানও হবে।’’ বিজেপি সূত্রে খবর, গড়বেতা হাইস্কুল মাঠে মঞ্চের পাশেই অস্থায়ী স্মৃতি স্তম্ভ করা হচ্ছে। সেখানে ছোট আঙারিয়ায় নিহতদের স্মৃতিতে মালা দেবেন শুভেন্দু-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে তৃণমূল ৪ তারিখ ছোট আঙারিয়া গ্রামে সকাল থেকেই নানা অনুষ্ঠান রেখেছে। তবে মূল স্মরণসভা শুরু হবে দুপুর ২ টায়। গ্রামে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। শুক্রবারই বাইক র্যালি করে প্রচার করেছেন তৃণমূলের কর্মীরা। গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য নেতৃত্বের নির্দেশে সে দিন জেলা নেতৃত্ব থাকবেন। মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভুঁইয়া, জেলা সভাপতি অজিত মাইতি-সহ অনেক বিধায়কই থাকবেন। স্মারকস্তম্ভে মাল্যদান, শহিদ পরিবারদের সাহায্যদান হবে। সভায় ২৫ হাজার মানুষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।’’ শুভেন্দুকে নিয়ে বিজেপির সভা প্রসঙ্গে তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া, ‘‘কে, কোথায়, কী সভা করবে জানি না। আমরা যেমন প্রতিবছর ওই গ্রামে গিয়ে দিনটি স্মরণ করি, এবারও করব। পাল্টা সভার কোনও বিষয় নেই।’’