Advertisement
০২ মে ২০২৪

মাটি ফেলতে বাধা, পিটিয়ে খুনের নালিশ

একশো দিনের কাজ প্রকল্পে মাটি ফেলা নিয়ে বিবাদ। আর তার জেরে এক শ্রমিককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল হোসেন মল্লিক নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। রবিবার সকালে ঘাটাল থানার কিসমত কোতুলপুর গ্রামের ঘটনা।

শেখ মুসলেম আলির (ইনসেটে) শোকার্ত পরিজনেরা। — নিজস্ব চিত্র।

শেখ মুসলেম আলির (ইনসেটে) শোকার্ত পরিজনেরা। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০১:০৯
Share: Save:

একশো দিনের কাজ প্রকল্পে মাটি ফেলা নিয়ে বিবাদ। আর তার জেরে এক শ্রমিককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল হোসেন মল্লিক নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। রবিবার সকালে ঘাটাল থানার কিসমত কোতুলপুর গ্রামের ঘটনা। মৃতের নাম শেখ মুসলেম আলি (৫১)। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযুক্ত হোসেনের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরেই দেওয়ানচক-১ পঞ্চায়েতের উদ্যোগে কিসমত কোতুলপুর গ্রাম সংলগ্ন পীরবাজার এলাকায় একশো দিনের প্রকল্পে একটি খাল সংস্কারের কাজ চলছে। খাল থেকে মাটি কেটে তা দু’পাড়ে ফেলার কাজ করছিলেন শ্রমিকেরা। শেখ মুসলেমও একই কাজ করছিলেন। অভিযোগ, খাল থেকে কাটা তাঁর বাড়ির সামনে ফেলার জন্য এ দিন নির্দেশ দেন তৃণমূলের স্থানীয় বুথ কমিটির সদস্য হোসেন। মুসলেম এর প্রতিবাদ করেন। এ নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় হোসেন বাড়ি থেকে একটি বাঁশ এনে মুসলেমকে বেধড়ক মারতে শুরু করেন। তাঁর মাথাতেও আঘাত করেন। মারধরে গুরুতর জখম হন মুসলেম।

স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়। রবিবার দুপুর দেড়টায় সময় কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত স্থানীয়দের একাংশ হোসেনের বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই হোসেনের পলাতক বলে দাবি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। খুনের মামলা রুজু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কিসমত কোতুলপুর গ্রামের ওই খালটি সংস্কারের দাবি জানাচ্ছিলেন স্থানীয়রা। ওই খালের জল দিয়েই এলাকার চাষিরা জমিতে সেচ দেন। ওই খালটি স্থানীয় বাবুরখালে গিয়ে মিশেছে। খালটি সংস্কারের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হয়। পঞ্চায়েত প্রধান কার্তিক পাল বলেন, “নিয়ম মেনেই আমাদের নজরদারিতেই কাজ হচ্ছিল। তবে রবিবার সকালে কাজ চলাকালীন মাটি ফেলা নিয়ে একটা গোলমাল হয়। ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি দেখতে বলা হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের ঘাটাল ব্লক কমিটির এক নেতার অভিযোগ, “বহুদিন জমিজমা নিয়ে হোসেন মল্লিকের সঙ্গে শেখ মুসলেমের একটা বিবাদ চলছিল। এ দিন মাটি ফেলা নিয়ে বিবাদ চরমে পৌঁছয়।’’ এ বিষয়ে ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দোলই বলেন, “ঘটনাটি দুঃখজনক। নিরপেক্ষ তদন্ত করে ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে
আর্জি জানিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

100 days work Ghatal Murdered
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE