Advertisement
২০ জানুয়ারি ২০২৫

ম্যালেরিয়া রোধে শিবির

আক্রান্তের সংখ্যায় রাশ টানা যাচ্ছে না। পরিস্থিতি দেখে ম্যালেরিয়া প্রতিরোধে জন-সচেতনতা বৃদ্ধিতেই জোর দিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। পশ্চিম মেদিনীপুরের প্রতিটি ব্লকে সচেতনতা- শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক- ভিত্তিক শিবির শুরুও হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০০:২৬
Share: Save:

আক্রান্তের সংখ্যায় রাশ টানা যাচ্ছে না। পরিস্থিতি দেখে ম্যালেরিয়া প্রতিরোধে জন-সচেতনতা বৃদ্ধিতেই জোর দিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর।

পশ্চিম মেদিনীপুরের প্রতিটি ব্লকে সচেতনতা- শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক- ভিত্তিক শিবির শুরুও হয়েছে। বুধবার যেমন শিবির হয়েছে গড়বেতায়। মঙ্গলবার শিবির হয়েছে ডেবরা এবং গোয়ালতোড়ে। শিবিরে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি গ্রামীণ চিকিৎসকেরাও থাকছেন। ম্যালেরিয়া সম্পর্কে আলোচনা হচ্ছে। জানানো হয়েছে, এই মশাবাহিত রোগ এড়াতে কী কী করণীয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “ব্লকে ব্লকে শিবির হচ্ছে। ম্যালেরিয়া প্রবণ এলাকাতেও সচেতনতা শিবির হচ্ছে। প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’’

এ বার জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি। সাধারণত, জঙ্গলমহলের এই জেলায় যেখানে বছরে ১-২ জনের মৃত্যু হয়, সেখানে এখনই ৮ জনের মৃত্যু হয়েছে। বছর শেষ হতে আরও সাত মাস। ততদিনে ম্যালেরিয়ায় মৃতের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, তা ভাবে উদ্বিগ্ন স্বাস্থ্য-কর্তারা! এখনও বেশ কয়েকজন আক্রান্তের চিকিৎসা চলছে জেলার বিভিন্ন হাসপাতালে। এক সূত্রের খবর, মেদিনীপুরে ২ জন, ঝাড়গ্রামে ৩ জন ম্যালেরিয়া আক্রান্তের চিকিৎসা চলছে। পরিস্থিতি যে উদ্বেগজনক তা মানছে জেলা স্বাস্থ্য দফতরও।

অন্য বিষয়গুলি:

Malaria protection Camp Tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy