সোমবার জঙ্গলমহল কাপ। রবিবারে দেখা গেল তারই চূড়ান্ত প্রচার। বেশ কিছুদিন ধরেই চলছে প্রস্তুতি। একই সঙ্গে সেই প্রতিযোগিতার প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। যোগ দিয়েছে জেলা তথ্য সংস্কৃতি দফতর। জঙ্গলমহল কাপের প্রচারে ব্যবহার করা হচ্ছে বাউল গান। ট্যাবেলোয় ঘুরছেন শিল্পী নীলকান্ত রানা, শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়রা। রাস্তার মোড়ে মোড়ে পরিবেশিত বাউল গান শুনতে দাঁড়িয়ে পড়ছেন পথচলতি মানুষও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের মধ্যেই শুরু হচ্ছে জঙ্গলমহল কাপ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় শুরু হচ্ছে ক্লাব গুলিকে নিয়ে জঙ্গলমহলের থানাগুলির মধ্যে জঙ্গলমহল কাপের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা। পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি, গুরুগুরিপাল, গোয়ালতোড়, শালবনী সহ জঙ্গলমহলের বিভিন্ন থানায় শুরু হবে এই প্রতিযোগিতা। ফুটবল, কবাডি, তীরন্দাজি, ঝুমুর নৃত্যের প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার ৪০০-র বেশি ক্লাব অংশ নেবে।