শনিদেবের কুনজর যেমন মারাত্মক হয়, তেমনই তাঁর কৃপায় ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে বিশেষ সময় লাগে না। শনিদেব কর্মফলদাতা। আমরা যেমন কাজ করি, শনিদেব আমাদের তেমনই ফল দেন। যিনি খারাপ কাজ করেন, তাঁর সঙ্গে শনিদেবও খারাপই করে থাকেন। তবে সৎ পথে চললে, মা-বাবা ও বয়োজ্যষ্ঠদের খেয়াল রাখলে, অন্যায় না করলে শনিদেব দু’হাত ভরে আশীর্বাদ করেন। অনেকেই মনে করেন যে শনিদেব কেবল খারাপ ফলই দেন। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল। জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে সহায়ক শনিদেব। বিশেষ কিছু উপায় যদি পরপর সাতটি শনিবার পালন করা যায়, তা হলে শনিদেবের কৃপায় আর্থিক ক্ষেত্র উন্নত করা সম্ভব। তবে উপায়গুলি মনে করে সূর্যাস্তের পরবর্তী সময় মানবেন, না হলে ফল পাবেন না। কী উপায় পালন করতে হবে দেখে নিন।
আরও পড়ুন:
উপায়:
১. সাতটি কালো তিল নিয়ে হাতজোড় করে শনিদেবের কাছে আর্থিক ক্ষেত্রে আসা সমস্ত বাধা কেটে যাওয়ার প্রার্থনা করুন। তার পর সেই তিলগুলি তাঁর পায়ে অর্পণ করে দিন। সাতটি তিলই নিতে হবে, তার বেশি সংখ্যায় নিলে হবে না।
২. সন্ধ্যার পর অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালুন। সেটির মধ্যেও কিছু কালো তিল যোগ করে দিন। এ ক্ষেত্রে সংখ্যার হিসাব রাখার দরকার নেই।
আরও পড়ুন:
৩. অনেকেই জানেন না যে গুড় শনিদেবের পছন্দের জিনিস। পর পর সাতটি শনিবার শনিদেবকে গুড় নিবেদন করুন। সম্ভব হলে একটু বেশি পরিমাণ গুড় নিয়ে শনিমন্দিরে দানও করতে পারেন। তবে সেটি সম্ভব না হলে, কেবল শনিদেবকে গুড় নিবেদন করলেও হবে।
৪. শনিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে তিন মিনিটের জন্য ধ্যান করুন। সেই সময় শনিদেবের নাম স্মরণ করুন এবং তাঁকে মনোস্কামনা জানান।
আরও পড়ুন:
এই চার সহজ উপায় নিষ্ঠা সহকারে পালন করতে হবে। মনে অতিরিক্ত মোহ নিয়ে, অপরের ক্ষতি হবে এমন কিছু চাইলে মনোস্কামনা পূরণ হবে না। বদলে শনিদেবের কোপের শিকার হতে হবে। উপায় পালনের সঙ্গে মনে রাখতে হবে যে শনিদেব কর্ম অনুযায়ী ফল দেন। তাই পরিশ্রমও করে চলতে হবে। পরিশ্রম না করে, কেবল ফলের আশা নিয়ে প্রার্থনা করলে লাভ হবে না।