Advertisement
১১ মে ২০২৪
মমতার জেলা সফর

বৈঠক কোথায়, চিন্তায় প্রশাসন

তিন দিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। ২০ ডিসেম্বর দিঘায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বারের মতো এ বারও তাঁর থাকার ব্যবস্থা করা হচ্ছে সৈকতাবাসে। সমস্যা হল প্রশাসনিক বৈঠক নিয়ে। ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন প্রশাসনের আধিকারিকদের নিয়ে। কিন্তু কোথায়?

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০০:০৩
Share: Save:

তিন দিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। ২০ ডিসেম্বর দিঘায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বারের মতো এ বারও তাঁর থাকার ব্যবস্থা করা হচ্ছে সৈকতাবাসে। সমস্যা হল প্রশাসনিক বৈঠক নিয়ে।

২২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন প্রশাসনের আধিকারিকদের নিয়ে। কিন্তু কোথায়? গত বার সৈকতাবাসে রাত কাটালেও মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেছিলেন দত্তপুরে মৎস্য দফতরের অতিথিশালা ‘ওশিয়ানা’য়। এ বার ‘ওশিয়ানা’ পাওয়া যাচ্ছে না। কারণ ওই অতিথিশালার যে সভাঘর ছিল, তা ভেঙে ফেলেছে মৎস্য দফতর। সেখানে অন্য ঘর তৈরি হচ্ছে। ফলে ‘ওশিয়ানা’তে বৈঠক করার মতো ঘর নেই।

প্রশাসন সূত্রে খবর, দিঘা সৈকতাবাসেও বৈঠক করার মতো সভাঘর নেই। তা ছাড়া, যেহেতু সৈকতাবাসে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করবেন, তাই নিরাপত্তার কারণে সেখানে প্রশাসনিক বৈঠক সম্ভব নয়। ফলে প্রশাসনিক বৈঠকের স্থান নির্বাচন নিয়ে সমস্যায় পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

জায়গা নির্বাচন ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখতে সোমবার জেলাশাসক রশ্মি কমল, আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দিঘা পরিদর্শনে আসেন। সৈকতাবাস ও উদয়পুর এলাকা পরিদর্শন করেন তাঁরা। প্রশাসনিক বৈঠকের জন্য বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি গেস্ট হাউস, হোটেল ও মিটিং হল ঘুরে দেখেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি কর্তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী দু’একদিনের মধ্যেই স্থির হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE