Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এজলাসেই আটক ওসি

পুরনো একটি মামলায় আদালতে বিচারকের কাছে হাজির হওয়া পাঁশকুড়া থানার ওসিকে আটক করা হল এজলাসেই।সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুক আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) অনিমেষ ঘোষের এজলাসে এই ঘটনার জেরে জেলার পুলিশ মহলে চাঞ্চল্য ছড়ায়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০০:২৯
Share: Save:

পুরনো একটি মামলায় আদালতে বিচারকের কাছে হাজির হওয়া পাঁশকুড়া থানার ওসিকে আটক করা হল এজলাসেই।

সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুক আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) অনিমেষ ঘোষের এজলাসে এই ঘটনার জেরে জেলার পুলিশ মহলে চাঞ্চল্য ছড়ায়। পরে বিচারকের নির্দেশে ব্যক্তিগত জামিনে ওসি মদনমোহন রায় ছাড়া পান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থানা এলাকার বাসিন্দা এক গৃহবধূর দায়ের করা খোরপোষের মামলায় অভিযুক্তের বিরুদ্ধে জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠে। আদালতের ওই নির্দেশ কার্যকর করা নিয়ে পুলিশের বক্তব্য জানাতে সোমবার পাঁশকুড়া থানার ওসি মদনমোহন রায় তমলুকের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (তৃতীয় আদালত) এজলাসে যান। সেই সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে মদনমোহনবাবুকে এজলাসেই আটক করা হয়। পরে ওই বিচারকের নির্দেশে তাঁকে ৫০০ টাকার ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়।

পাঁশকুড়া থানার ওসি’র অবশ্য দাবি, ‘‘আমার বিরুদ্ধে আদালতে কোন অভিযোগ ছিল না। আদালতের নির্দেশ অনুযায়ী একটি খোরপোষের মামলায় অভিযুক্তকে গত জানুয়ারি মাসেই গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে আজ আদালতের বিচারকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। সেসময় আমাকে আটক করা হয়। ’’ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘আদালতের নির্দেশ দেখে এ বিষয়ে মন্তব্য করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

OC police arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE