Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ভোটের আগে উপহার

জেলা প্রশাসন সূত্রের খবর,  প্রকল্পের সংখ্যাটা সবমিলিয়ে ৫১৮! আর এই সব প্রকল্পের ব্যয় ৬৬৬ কোটি টাকা!

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০১:৫৩
Share: Save:

জেলা সফরে এসে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নতুন কিছু নয়।

সামনে পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে সম্ভবত এটাই মুখ্যমন্ত্রীর শেষ জেলা সফর। ফলে, ওই তালিকায় এ বার রেকর্ড সংখ্যক প্রকল্প থাকছে।

জেলা প্রশাসন সূত্রের খবর, প্রকল্পের সংখ্যাটা সবমিলিয়ে ৫১৮! আর এই সব প্রকল্পের ব্যয় ৬৬৬ কোটি টাকা!

দু’দিনের পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আগামিকাল, বুধবার জেলায় আসবেন মুখ্যমন্ত্রী। তাঁর জেলা সফরের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। কোন কোন প্রকল্পের শিলান্যাস হবে, কোন কোন প্রকল্পের উদ্বোধন হবে, তা-ও মোটের উপর চূড়ান্ত। প্রশাসন সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে এ বার ২৬৮টি প্রকল্পের শিলান্যাস হতে পারে। উদ্বোধন হতে পারে ২৫০টি প্রকল্পের। শিলান্যাস হতে চলা ২৬৮টি প্রকল্পের ব্যয় ৩৪০ কোটি টাকা। আর উদ্বোধন হতে চলা ২৫০টি প্রকল্পের ব্যয় ৩২৬ কোটি টাকা।

জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে সম্ভবত এটাই মুখ্যমন্ত্রীর শেষ জেলা সফর।

ফলে, জঙ্গলমহলের এই জেলার জন্য তিনি অনেক কিছুই করবেন। কিছু চমকও থাকতে পারে। নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে।”

কী কী প্রকল্পের শিলান্যাস করবেন মমতা? প্রশাসন সূত্রে খবর, তালিকায় রয়েছে ঘাটাল- পাঁশকুড়া রাস্তার সম্প্রসারণ প্রকল্প, ডেবরায় বিদ্যুতের সাবস্টেশন, দাঁতন- ২ ব্লকের সাউরিতে নলবাহী পানীয় জলপ্রকল্প, চন্দ্রকোনা- ঘাটাল রাস্তার উপর কেঠাইখাল প্রকল্প, গড়বেতা- ৩ ব্লকে কৃষি অধিকর্তার অফিস নির্মাণ-সহ আরও বহু প্রকল্প। উদ্বোধনের তালিকায় রয়েছে বেলদা-কেশিয়াড়ি রাস্তা সম্প্রসারণ, কেশিয়াড়িতে বিদ্যুতের সাবস্টেশন, ঘাটাল- চন্দ্রকোনা রাস্তা সম্প্রসারণ, মেদিনীপুরে নতুন প্রশাসনিক ভবন, দাঁতন- ২ ব্লকের পলাশিতে নলবাহী পানীয় জলপ্রকল্প।

এর আগে গত জানুয়ারিতে প্রশাসনিক সভা থেকে ২৩২টি প্রকল্পের শিলান্যাস, ২৮৩টি প্রকল্পের উদ্বোধন হয়েছিল। এ বার সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৫১৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midnapore Mamata Banerjee Government Project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE