Advertisement
E-Paper

প্রতি কৃষক বাজারে তৈরি হবে হিমঘর

রাজ্যের প্রতিটি কৃষক বাজারে ফসল সংরক্ষণের জন্য হিমঘর তৈরি করা হবে বলে জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কনকপুরে নব নির্মিত কৃষক বাজারের উদ্বোধনে মন্ত্রী বলেন, ‘‘রাজ্যে ১০৫ টি কৃষক বাজার তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। আরও ৮০ টি বাজার তৈরির কাজ চলছে। প্রতিটি বাজারেই ফসল বিক্রির জন্য স্টল থাকবে, ছাউনিযুক্ত চাতাল তৈরি করা হচ্ছে। একটি করে হিমঘরও তৈরি করা হবে।’’

কিষান বাজারের উদ্বোধন করছেন মন্ত্রী অরূপ রায়। রয়েছেন সাংসদ শিশির অধিকারী। শুক্রবার। — নিজস্ব চিত্র।

কিষান বাজারের উদ্বোধন করছেন মন্ত্রী অরূপ রায়। রয়েছেন সাংসদ শিশির অধিকারী। শুক্রবার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:১৬
Share
Save

রাজ্যের প্রতিটি কৃষক বাজারে ফসল সংরক্ষণের জন্য হিমঘর তৈরি করা হবে বলে জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কনকপুরে নব নির্মিত কৃষক বাজারের উদ্বোধনে মন্ত্রী বলেন, ‘‘রাজ্যে ১০৫ টি কৃষক বাজার তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। আরও ৮০ টি বাজার তৈরির কাজ চলছে। প্রতিটি বাজারেই ফসল বিক্রির জন্য স্টল থাকবে, ছাউনিযুক্ত চাতাল তৈরি করা হচ্ছে। একটি করে হিমঘরও তৈরি করা হবে।’’
পাঁশকুড়ায় সরকারি কৃষি খামারের জমির একাংশ নিয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে কৃষক বাজার। সেখানে আবেদনকারী কৃষকের সংখ্যা নির্মিত স্টলের কয়েকগুন। তাই অরূপবাবু আশ্বাস দেন ‘‘আরও স্টল বানান হবে।’’ এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, পাঁশকুড়ার পুরপ্রধান জাকিউর রহমান খান, উপ-পুরপ্রধান নন্দ মিশ্র, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা জানা হাজরা প্রমুখ। শিশিরবাবু বলেন, ‘‘বাজার যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তোলাবাজি থেকে রক্ষা করতে আপনাদের সবাইকে উদ্যোগী হতে হবে।’’ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল জানান, পাঁশকুড়া কৃষি বাজারে মোট ২২ টি স্টল তৈরি রয়েছে। এ গুলি বণ্টন করার জন্য আবেদনকারীদের নিয়ে ১৫ অক্টোবর লটারি করা হবে।

Cold Storage krishak bazar medinipur

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy