স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক ছাত্রীর রহস্যমৃত্যু! শুক্রবার তরুণীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর শহর লাগোয়া কেরানীচটি এলাকায় একটি মেস বাড়িতে থাকতেন ওই ছাত্রী। ভাদুতলা এলাকার একটি বেসরকারি কলেজে ভূগোলে স্নাতকোত্তরে পড়ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই ছাত্রীর পরিবার থেকে একাধিকবার ফোন করা হলেও তার কোন উত্তর না পেয়ে মালিককে জানায় ছাত্রীর পরিবার। মেস কর্তৃপক্ষ অন্যান্য আবাসিকদের কাছ থেকে ওই ছাত্রীর খোঁজ করেন। পরে তাঁরা জানতে পারেন ঘরের মধ্যেই রয়েছে ওই তরুণী। তবে, ঘরের ভিতর থেকে লাগানো রয়েছে দরজা। মেস কর্তৃপক্ষ একাধিকবার দরজা ঢাক্কা দেন। শেষমেষ কোনও উত্তর না পাওয়ায়, দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরে ঢুকে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী। কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্ত হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
কী কারণে এই অস্বাভাবিক মৃত্যু ঘটল তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তরুণীর পরিবার রাতেই সেখানে এসে পৌঁছোয় বলে জানা গিয়েছে।