Advertisement
E-Paper

বারাণসীর ঘাটে আবার মগজাস্ত্রের খেল! কেমন হল ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’?

ওটিটির পর্দায় আটটি সিজ়ন এবং দু’টি পূর্ণদৈর্ঘ্যের ছবির দৌলতে গোয়েন্দা একেন্দ্র সেন দর্শককে ইতিমধ্যে পাহাড়-মরুভূমি-সমুদ্র সব জায়গায় নিয়ে গিয়েছে। গরমের ছুটিতে এ বার একেন, প্রমথ এবং বাপির সঙ্গে বারাণসীতে ঘোরার পালা।

Review of The Eken Benaras E Bibhishika starring Anirban Chakrabarti

‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতে গোয়েন্দা একেন্দ্র সেনের ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

শ্রুতি মিশ্র

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১০:৩৩
Share
Save

এখানে নেই অরণ্যদেব, টারজ়ান। এখানে বুদ্ধির খেল দেখায় না ক্যাপ্টেন স্পার্ক। তার পর হিজিবিজ্‌বিজ্! তবে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বড় পর্দার বারাণসীতে তুলে ধরলেন ঘাট-অলিগলি-লস্যি-চাট এবং ‘থ্রি মাস্কেটিয়ার্স’। ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’য় ভরপুর উন্মাদনা। সদ্য মুক্তি পাওয়া গোয়েন্দা একেনের এই ছবি হলঘরে দেখতে দেখতে প্রতি পদে পদে কিশোরবেলায় দেখা ‘জয় বাবা ফেলুনাথ’-এর কথা মনে পড়ে যায়। চলে আসে বারাণসীর চিরপরিচিত ছবি।

Review of The Eken Benaras E Bibhishika starring Anirban Chakrabarti

‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবির একটি দৃশ্যে (বাঁ দিক থেকে) গৌরব চক্রবর্তী, সোমক ঘোষ, অনির্বাণ চক্রবর্তী এবং সুহোত্র মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ওটিটি-র পর্দায় আটটি সিজ়ন এবং দু’টি পূর্ণদৈর্ঘ্যের ছবির দৌলতে গোয়েন্দা একেন্দ্র সেন দর্শককে ইতিমধ্যে পাহাড়-মরুভূমি-সমুদ্র সব জায়গায় নিয়ে গিয়েছে। গরমের ছুটিতে এ বার একেন, প্রমথ এবং বাপির সঙ্গে ঘোরার পালা বারাণসী। ফেলুদা-তোপসে-জটায়ুকে যে বারাণসী ঘাটে দেখিয়ে সত্যজিৎ রায় আমাদের মন ভুলিয়েছেন, সেই ঘাটেই একেন তার দুই সহচর নিয়ে হাজির হয়। কিন্তু বড় পর্দার একেন যেন খানিকটা ‘লার্জার দ্যান লাইফ’ হয়ে ওঠে এই ছবিতে। তা কেবল পর্দার আকার বড় হওয়ার জন্য কি? বাঙালি লেখক সুজন দাশগুপ্তের তৈরি গোয়েন্দা চরিত্র একেনবাবু। এই রহস্যধর্মী চলচ্চিত্রের চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। বরাবরের মতোই বাংলা ভাষা নিয়ে খেলেছেন তিনি। বুদ্ধিদীপ্ত সংলাপের পাশাপাশি কিছু চেনা সংলাপও চেনা চরিত্রের মুখে বসিয়েছেন পদ্মনাভ, যা দর্শকের মুখে হাসি ফোটাতে বাধ্য। কিন্তু দু’ঘণ্টার এই ছবির মধ্যে সরলতা যেন অনেকটাই কম। উগ্রপন্থা, বোমা, পুলিশের ভারে চিত্রনাট্যে কোথাও যেন অতিরিক্ত মেদ জমে উঠল। একেনসুলভ ছন্দগুলো ঠিক সুরে বেজেও উঠল না। কোথাও গিয়ে এই ছবিটি যেন শুধুই ধীরে ধীরে বড়দের হয়ে উঠল। ওটিটির সিজ়নগুলির মতো আর তেমন আট থেকে আশির হয়ে রইল না।

Review of The Eken Benaras E Bibhishika starring Anirban Chakrabarti

‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতে খলচরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’য় মুখ্যচরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। এত বছর ধরে ‘একেন’ সিরিজ়ের সঙ্গে জড়িয়ে থাকার ফলে সকলেই নিজেদের চরিত্রের সঙ্গে ওতপ্রোত ভাবে মিশে গিয়েছেন। তাই আলাদা ভাবে তাঁদের প্রশংসা করার মতো বিশেষণও বোধ হয় বাকি নেই। এই ‘থ্রি মাস্কেটিয়ার্স’ দর্শকের অতি প্রিয় এবং তেমনটাই থাকবেন। বরং এই ছবির জন্য যাঁদের অভিনয় নিয়ে আলাদা ভাবে প্রশংসা করা প্রয়োজন, তাঁদের মধ্যে অন্যতম হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিতে বহু রূপে খলনায়ক সেজেছেন এই জাত অভিনেতা। অবাঙালিদের মতো হিন্দিঘেঁষা বাংলা বলে নিজেদের চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন ইশা সাহা এবং সাগ্নিক চট্টোপাধ্যায়। দুঁদে পুলিশকর্মীর চরিত্রে সাগ্নিকের অভিনয় দুর্দান্ত। ছোট চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন স্বীকৃতি মজুমদার। ছবিতে দেবেশ চট্টোপাধ্যায়ের উপস্থিতি কম হলেও তিনি সেই কম সময়ের মধ্যেই অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। তবে গৌরব চক্রবর্তী এবং ঋষভ বসুর অভিনয় মনে তেমন দাগ কাটতে পারল না। খুব কম সময়ের মধ্যে গোয়েন্দা কাহিনির গল্প বলতে গিয়ে একটু-আধটু ছন্দপতনও হয়েছে বটে। তবে দর্শক প্রাণ ভরে বারাণসী দেখবেন এই ছবিতে। হোলির দৃশ্য থেকে শুরু করে নৌকাবিহার, ঘাটের সন্ধ্যা আরতি— প্রতিটি দৃশ্যই মনোহর।

Review of The Eken Benaras E Bibhishika starring Anirban Chakrabarti

‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিতে (বাঁ দিকে) ইশা সাহা এবং গৌরব চক্রবর্তী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তবে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র একেন ছবির অন্তিম দৃশ্যে ধীরে ধীরে যেন জটায়ু হয়ে উঠল। দেখা গেল ‘জয় বাবা ফেলুনাথ’-এর ‘নাইফ থ্রোয়িং’-এর দৃশ্যের অনুষঙ্গ তৈরি দৃশ্য। কেন? বাঙালি কি ফেলুদা পেরিয়ে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করবে না? ফেলুদার স্মৃতি আবার ফিরিয়ে দেওয়া ছাড়া দ্বিতীয় কিছুই কি তৈরি হবে না?

Review of The Eken Benaras E Bibhishika starring Anirban Chakrabarti

‘জয় বাবা ফেলুনাথ’-এর দুর্গা ঠাকুর তৈরির দৃশ্য দেখা গিয়েছিল ঋতুপর্ণের ‘উৎসব’ ছবিতেও। বাঙালিরা কি সত্যজিৎ ঘরানার ঘেরাটোপেই বন্দি হয়ে থাকল? একেনবাবু বারাণসীতে বুদ্ধি পাকিয়ে ‘চোর’ ধরিয়ে দিল ঠিকই, কিন্তু মগজাস্ত্র নিয়ে বারাণসীর হৃদয় আগলে রাখল সেই সত্যজিৎ এবং তাঁর ‘থ্রি মাস্কেটিয়ার্স’।

Eken Babu Film Review Anirban Chakrabarti Suhotra Mukherjee Debesh Chattopadhyay Ishaa saha Gourab Chakraborty Rishav Basu Saswata Chatterjee Somak Ghosh Joydeep Mukherjee The Eken: Benaras e Bibhishika

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।