Advertisement
E-Paper

সীমান্তে প্রহরা যথেষ্ঠ মজবুত, চিকেনস নেক নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিশ্চিতে থাকার আশ্বাস এসএসবি কর্তার

আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত শিলিগুড়িত এসএসবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘অল ইন্ডিয়া পুলিশ হ্যান্ডবল ক্লাস্টার’।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০১:৩৫
সশস্ত্র সীমা বলের কর্তা সঞ্জয় সিঙ্ঘল।

সশস্ত্র সীমা বলের কর্তা সঞ্জয় সিঙ্ঘল। —ছবি : সংগৃহীত

উত্তরবঙ্গে ভারত-বাংলাদেশের সীমান্ত ‘চিকেনস নেক’ নিয়ে বাসিন্দাদের দুশ্চিন্তা করতে বারণ করলেন সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর কর্তা সঞ্জয় সিঙ্ঘল। সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে আশ্বাস দেন তিনি।

সূত্রের খবর, আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত শিলিগুড়িত এসএসবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘অল ইন্ডিয়া পুলিশ হ্যান্ডবল ক্লাস্টার’। আর এই প্রতিযোগিতার প্রস্তুতির অঙ্গ হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় হাজার সদস‍্য এই প্রতিযেগিতায় অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার ম‍্যাসকট উন্মোচন করা হয়।

এই অনুষ্ঠানে এসে সশস্ত্র সীমা বলের কর্তা সঞ্জয় জানান যে, এই প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্তের বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় আরও দৃঢ় করবে।

এ ছাড়াও বর্তমানে ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বিষয় বলতে গিয়ে তিনি জানান, ভারত-নেপাল এবং ভারত-ভুটান সীমান্ত সম্পূর্ণ ভাবে সুরক্ষিত রয়েছে।সীমান্তে নজরদারি জোরদার করতে উপযুক্ত ও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সীমান্তরক্ষীদের তরফ থেকে। বাসিন্দাদের অযথা চিন্তার কোনও কারন নেই।

Sashastra Seema Bal Chicken’s Neck
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy