Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পিংলা-কাণ্ডে ক্ষতিপূরণ মৃত শুভেন্দুর স্ত্রীকেও

সম্প্রতি ঝাড়গ্রাম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিংলা-কাণ্ডে মৃত ন’জন নাবালকের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এ বার মুখ্যমন্ত্রীর নির্দেশে শুভেন্দু ভক্তা নামে মৃত আর একজনের পরিবারকেও দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হল।

নিজস্ব সংবাদদাতা
পিংলা শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০০:৩০
Share: Save:

সম্প্রতি ঝাড়গ্রাম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিংলা-কাণ্ডে মৃত ন’জন নাবালকের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এ বার মুখ্যমন্ত্রীর নির্দেশে শুভেন্দু ভক্তা নামে মৃত আর একজনের পরিবারকেও দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হল। খড়্গপুরের মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য জানান, শনিবার পিংলা বিডিও অফিসে শুভেন্দুর স্ত্রী তাপসী ভক্তার হাতে টাকা তুলে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা। গত ৬ মে রাতে পিংলার ব্রাহ্মণবাড়ে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জনের। তার মধ্যে ন’জন কিশোরই মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। বাকিরা হলেন বাজি কারখানার মালিক রামপদ মাইতি, তাঁর স্ত্রী রিনা এবং ব্রাহ্মণবাড়েরই যুবক শুভেন্দু। সুতির কিশোরদের পরিবার ক্ষতিপূরণ পেলে শুভেন্দুর পরিবার কেন পাবে না, আগেই সেই প্রশ্ন উঠেছিল। কারণ, বাজির কারবারে সরাসরি যুক্ত ছিলেন না এই যুবক। পরিস্থিতি দেখে শুভেন্দুর পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো এ দিন পিংলা বিডিও অফিসে তাপসীদেবীর হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pingla Mamata Compensation family jhargram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE