Advertisement
২০ মে ২০২৪

মামুদকে আশ্বাস কংগ্রেসের

তৃণমূল ছেড়ে ডিএসপি দলে যোগ দিয়ে এগরা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছিলেন মামুদ হোসেন। কিন্তু এখনও কংগ্রেস তাঁর হয়ে ভোট প্রচারে নামেনি।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০১:০৭
Share: Save:

তৃণমূল ছেড়ে ডিএসপি দলে যোগ দিয়ে এগরা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছিলেন মামুদ হোসেন। কিন্তু এখনও কংগ্রেস তাঁর হয়ে ভোট প্রচারে নামেনি। তাই কংগ্রেসকে পাশে পেতে বৃহস্পতিবার এগরা শহরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে নেতা কর্মীদের মুখোমুখি হলেন তিনি। কিন্তু বারবার দল ছেড়ে অন্য দলে যোগদান ও সেই দলে তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস কর্মীরা। প্রশ্ন তোলা হল, দল ছাড়ার পর বিরোধী প্রার্থী হয়ে বাধ্যবাধকতার প্রশ্নে তৃণমূলের সমালোচনা করছেন মামুদবাবু। কিন্তু, এতদিন তিনি নীরব ছিলেন কেন। মামুদবাবুর দাবি, উত্তর দিয়ে তিনি কংগ্রেস কর্মীদের সন্তুষ্ট করতে পেরেছেন। তিনি কংগ্রেসকে তাঁর হয়ে প্রচারে নামার অনুরোধও করেন। কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মানস করমহাপাত্র বলেন, ‘‘এ দিনের সাক্ষাৎ নিয়ে দলে বৈঠক হবে। প্রদেশের নির্দেশের জন্যও অপেক্ষা করছি আমরা। তবে মামুদবাবুর বক্তব্যে আমরা সন্তুষ্ট।” সিপিএমের এগরা জোনাল কমিটির সম্পাদক কৃষ্ণপদ মাইতি বলেন, “আমাদের উভয় দলের রাজ্য নেতৃত্ব তো যৌথভাবে কাজ করছেন। তাই আমরাও এখানে আর দেরি না করে কংগ্রেসকে পাশে পেতে চাইছি। সেই উদ্যোগও চলছে।” তিনি জানান, ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এগরা বিধানসভা এলাকায় প্রার্থীর সমর্থনে কর্মীসভা শুরু হচ্ছে। সেখানে কংগ্রেসের সঙ্গে একতার বার্তা দিতে সভাগুলিতে কংগ্রেসকেও পাশে পেতে চান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE