ফের দাঁতন ২ ব্লকে করোনা পজ়িটিভের হদিস মিলল।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বেলদা থানার জাহালদা এলাকার একত্রিশ বছর বয়সী মহিলার করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর পরীক্ষা হয়। ক্যানসারে আক্রান্ত ওই মহিলার ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল। সোমবার ওই মহিলাকে পুর্ব মেদিনীপুরের বড়মা হাসপাতালে পাঠানো হয়।
এ দিন ঘটনা সামনে আসতেই স্বাস্থ্য দফতর, পুলিশ ও প্রশাসনের তরফ থেকে এলাকায় মাইকে প্রচার করা হয়। এলাকা সিল করে দিয়েছে প্রশাসন। বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয় সকলকে। তবে মহিলার দেহে কী ভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে ধোঁয়াশায় প্রশাসন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, ‘‘ওই মহিলা বারাসতের একটি হাসপাতালে ওভারি ক্যান্সারের অপারেশন করিয়েছিলেন। পরে ফলো আপে যেতেন। মাঝে হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। গত ১৮ মে ওই হাসপাতালের চিকিৎসকেরা কোভিড টেস্ট করানোর পরামর্শ দেন। ২৩ মে হাওড়ার হাসপাতালে নমুনা নেওয়া হয়। ২৪ তারিখ রিপোর্ট আসে পজ়িটিভ।’’