অপরাধ দমন হোক বা রাস্তার যান নিয়ন্ত্রণ, বিক্ষোভ পরিস্থিতি সামাল দেওয়া থেকে আমজনতাকে সচেতন করা— করোনা-কালে সব সময়েই ‘ময়দানে’ থাকে পুলিশ প্রশাসন। জেলায় সেই পুলিশেরই একাধিক কর্মীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সমানে আসায় চিন্তা বাড়ছে।
গত রবিবার ভগবানপুর থানার দু’জন কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওই রেশ কাটার আগেই সোমবার সন্ধ্যায় ফের একজন পুলিশ অফিসার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। বারবার ভগবানপুর থানার পুলিশ কর্মীদের সংক্রমিত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ছে অন্য পুলিশ কর্মীদের মধ্যে। উল্লেখ্য, এর আগেও একাধিক থানার সিভিক ভলান্টিয়ারদের সংক্রমিত হওয়ার খবর মিলেছে।
পুলিশ কর্মীর একাংশ অভিযোগ করেছেন, সংক্রমণের পর থানা এবং পুলিশ আবাসন চত্বর জীবাণুমুক্ত ছাড়া আর কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। নিজেদের সুরক্ষায় নিজেরাই স্যানিটাইজ়ার এবং মাস্ক ব্যবহার করে তাঁরা করোনা যুদ্ধের ময়দানে নেমেছেন। কোথাও নিজেরাই উদ্যোগী হয়ে স্যানিটাইজ়ার টানেল বসিয়েছেন।