Advertisement
E-Paper

হেরে গেলেন সিপিএম প্রার্থী ভাই, তৃণমূল প্রার্থী দাদা ভোটে জিতে চোখে জল নিয়ে ধরলেন জড়িয়ে

মঙ্গলবার ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত রসুলপুর বুথে ঘটেছে এই ঘটনা। ওই বুথে জিতেছেন তৃণমূলের প্রার্থী খোকন খান। তাঁর ভাইকে সিপিএম প্রার্থী শাহরুখকে হারিয়ে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৭:৫৬
CPM candidate younger brother lost to TMC candidate elder brother in Daspur of Paschim Medinipur

ভাই শাহরুখ এবং দাদা খোকন। নিজস্ব চিত্র।

লড়ালড়়ির পরে গলাগলি। পঞ্চায়েত ভোটে বিজয়ী তৃণমূল এবং বিজিত সিপিএম প্রতিদ্বন্দ্বীর। ঘটনাচক্রে, যাঁরা আপন সহোদর।

রাজনৈতিক মতাদর্শ আলাদা বহু বছর থেকেই। পঞ্চায়েত ভোটে একই আসনে প্রার্থী হয়েছিলেন দুই ভাই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে সেই ‘পারিবারিক প্রতিদ্বন্দ্বিতায়’ সিপিএম প্রার্থী ভাইকে হারিয়ে জিতলেন তৃণমূল প্রার্থী দাদা।

আর তার পরেই ভোটকেন্দ্রে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হাপুস নয়নে! মঙ্গলবার ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত রসুলপুর বুথে ঘটেছে এই ঘটনা। । যদিও এ কান্না জয়ের ‘আনন্দাশ্রু’ বলে পরে দাবি করেছেন দাদা।

স্থানীয় সূত্রের খবর, রসুলপুরের ওই বুথে জিতেছেন তৃণমূলের প্রার্থী খোকন খান। খোকনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁরই ভাই, সিপিএম প্রার্থী শাহরুখ খান। সিপিএম প্রার্থী ভাইকে হারিয়ে, জেতার পরেই দাদা খোকন ভোট গণনাকেন্দ্রের ভিতরে কেঁদে ফেলেন ভাইকে জড়িয়ে ধরে। খোকন পরে অবশ্য বলেন, ‘‘জয়ের আনন্দেই কেঁদে ফেলেছিলাম।’’

West Bengal Panchayat Election 2023 Panchayat Election 2023 Panchayat Elction West Midnapore ghatal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy