Advertisement
২৪ মে ২০২৪

সিপিএমের মহিলা সম্মেলন সবংয়ে

এত দিন সবং ছিল কংগ্রেসের গড়। তবে সম্প্রতি বিধায়ক মানস ভুঁইয়া-সহ ব্লকের এক ঝাঁক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। দুর্বল হয়েছে কংগ্রেস। সেই সবংয়েই এ বার পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন করতে চলেছে সিপিএমের মহিলা সংগঠন। দু’দিনের সম্মেলন শুরু হবে আগামী বুধবার। থাকবেন রাজ্য নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০০:০৩
Share: Save:

এত দিন সবং ছিল কংগ্রেসের গড়। তবে সম্প্রতি বিধায়ক মানস ভুঁইয়া-সহ ব্লকের এক ঝাঁক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। দুর্বল হয়েছে কংগ্রেস। সেই সবংয়েই এ বার পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন করতে চলেছে সিপিএমের মহিলা সংগঠন। দু’দিনের সম্মেলন শুরু হবে আগামী বুধবার। থাকবেন রাজ্য নেতৃত্ব। গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা গীতা হাঁসদা বলেন, “সবংয়ে ভাল সংগঠন রয়েছে। এক-একটি সম্মেলন এক-এক জায়গায় হয়। তেমনই এ বার জেলা সম্মেলন সবংয়ে হবে।’’

বুধবার দুপুরে প্রকাশ্য সমাবেশ দিয়ে সম্মেলনের সূচনা হবে। থাকবেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মিনতি ঘোষ, রাজ্য সভানেত্রী অঞ্জু কর, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা রূপা বাগচী প্রমুখ। সম্মেলন হবে সবং সারদাময়ী হাইস্কুল চত্বরে। মহিলা সংগঠনের এক জেলা নেত্রী মানছেন, “সবংয়ের পরিবেশ অনুকূল। ওখানে দীর্ঘদিন ধরেই সিপিএমের ভাল সংগঠন রয়েছে। বিধানসভা নির্বাচনে মানস ভুঁইয়া জেতেন ঠিকই তবে সিপিএমেরও ভোটপ্রাপ্তি কম হয় না। এই ভোটব্যাঙ্ক ধরে রাখতে হবে।’’

গত পঞ্চায়েত নির্বাচনে জেলায় প্রায় খড়কুটোর মতো উড়ে গিয়েছে সিপিএম। ৬৭টি আসনের মধ্যে মাত্র ২টি আসন পেয়েছে তারা। একটি আসন এই সবংয়ের। সবংয়ের এক জেলা পরিষদ আসন থেকে জয়ী হন সিপিএমের রীতা জানা। রীতাদেবী এখন জেলা পরিষদের বিরোধী দলনেত্রী। মহিলা সমিতির নেত্রী তথা জেলা পরিষদের সিপিএম সদস্য রীতাদেবী বলেন, “চারিদিকে কী চলছে তা সকলেই দেখছেন। কত প্রতিকূলতা। এর মোকাবিলা করেই এগোতে হবে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে সোচ্চারও হচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sabang Party Conference cpm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE