মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল দাঁতন থানার পুলিশ। ধৃত রামকৃষ্ণ রাজ (২৫), সত্যম দাস (২৭) দু’জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায়। ধৃতদের সোমবার দাঁতন আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবক কাজের প্রলোভন দেখিয়ে, কখনও বাড়িতে, কখনও গাড়ির ভিতর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পাশাপাশি অন্তরঙ্গ সময়ের ছবি ক্যামেরাবন্দি করে রাখেন ওই দুই যুবক। অভিযোগ, তার পর ওই দুই যুবক টাকা চাইতে শুরু করেন মহিলার কাছ থেকে। টাকা দিতে রাজি না হলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলা দাঁতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে।
অভিযুক্ত দুই যুবকের পরিবারের সদস্য দাবি, তাঁদের ছেলেদের পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও ভাবে জড়িত নন তাঁরা।