এর আগে বিধানসভা ভোটের আগে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন। তখনই আবেদন এসেছিল একটি শিশু উদ্যান তৈরির। ঘাটাল শহরে কোনও ‘পার্ক’ নেই শুনে অবাকই হয়েছিলেন সাংসদ দীপক অধিকারী। কথা দিয়েছিলেন তাঁর সাংসদ কোটার টাকায় তৈরি হবে শিশু উদ্যান। সেই মতো কাজও হয়ে গিয়েছে। আজ, শনিবার সেই পার্কের শিলান্যাস করতে ঘাটালে আসছেন দেব। বিবেকানন্দ পল্লিতে তৈরি হবে ওই শিশু উদ্যান।
শুধু পার্ক নয়। দেবের সাংসদ তহবিলের টাকায় ঘাটাল শহরে নানা প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন পুরপ্রধান বিভাস ঘোষ। তিনি বলেন, “মোট ১ কোটি ৬৩ লক্ষ টাকা বিভিন্ন প্রকল্পের জন্য অনুমোদন করেছিলেন দেব। শনিবার সেগুলির উদ্বোধন হবে। এক বছরের মধ্যেই পার্কের কাজ শেষ হয়ে যাবে।” তবে কাজ শেষ না-হওয়ায় কুশপাতায় ঘাটাল হাসপাতালের কাছে শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়টির উদ্বোধন করা যাচ্ছে না।
ঘাটাল পুরসভা সূত্রের খবর, সকাল ১১টায় ঘাটালে পৌঁছবেন দেব। প্রথমে পার্কের শিলান্যাস করবেন। পরে শহরের কৃষ্ণনগরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এক অনুষ্ঠানে ভ্রাম্যমাণ শৌচাগার, গাছ কাটার যন্ত্র-সহ এক গুচ্ছ প্রকল্পের
উদ্বোধন করবেন।
আজ, শনিবার অভিনেতা-সাংসদ দেবের উপস্থিতিতে ডেবরা ও সবং ব্লকে বিজয়া সম্মিলনীরও আয়োজন করা হয়েছে। তার আগেই অবশ্য ডেবরায় তৃণমূলের বিজয়া সম্মিলনী হয়ে গেল। শুক্রবার স্থানীয় সভাঘরে ব্লক তৃণমূল আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন বিধায়ক সেলিমা খাতুন, তৃণমূলের ব্লক সভাপতি রতন দে। দেব আসার আগেই কেন ডেবরায় বিজয়া সম্মিলনী হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রতনবাবু বলেন, “আগে থেকেই ঠিক ছিল ৪ নভেম্বর বিজয়া সম্মিলনী হবে। পরে ঠিক হয় সাংসদের উপস্থিতিতে এই কর্মসূচি হবে। তাই নিয়ম রক্ষা করতেই এ দিন অনুষ্ঠান হল।’’