সোমবার রাতে মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত তরুণের। মৃত রাহুল রায় (১৮) বেলদা থানার বাখরাবাদের হোসেনপুরের বাসিন্দা। তাঁকে প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যায় তাঁকে মেদিনীপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ন’টা নাগাদ মারা যান ওই তরুণ। মঙ্গলবার বেসরকারি হাসপাতাল থেকে জেলা স্বাস্থ্য ভবনে এক রিপোর্ট পাঠানো হয়। জেলা স্বাস্থ্য ভবনের এক সূত্রে খবর, রিপোর্টে ওই বেসরকারি হাসপাতাল জানিয়ে দিয়েছে, রাহুল ডেঙ্গির উপসর্গ নিয়েই ভর্তি হয়েছিলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরাও মানছেন, “ওই যুবকের ডেঙ্গির উপসর্গ ছিল।’’ রাহুল সোদপুরের একটি বেসরকারি কলেজে ল্যাব টেকনিশিয়ানের কোর্স করছিলেন। সেখানেই জ্বরে আক্রান্ত হন। জেলার এক স্বাস্থ্য-কর্তার কথায়, “বেলদার ওই যুবক পড়াশোনার জন্য অন্য জেলায় ছিলেন বলেই জেনেছি। সেখান থেকে জ্বর নিয়ে বাড়ি আসেন। ফলে, ডেঙ্গি নিয়ে বেলদায় উদ্বেগের কোনও কারণ নেই। ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে।’’