Advertisement
১১ মে ২০২৪
Dilip Ghosh

Dilip Ghosh: দিলীপ আঁকড়ে সেই কাঁচা বাঁশ

রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন ভোট এলেই কাঁচা বাঁশ তৈরি রাখার কথা শোনা যেত দিলীপের মুখে। এ বার পুরভোট পর্বে আক্রমণাত্মক তেমন কিছু বলেননি দিলীপ।

মেদিনীপুরে দিলীপ।

মেদিনীপুরে দিলীপ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৫
Share: Save:

তৃণমূলের প্রচারে যখন শোনা যাচ্ছে কাঁচা বাদাম, বিজেপি তখন প্রস্তুত রাখতে বলছে কাঁচা বাঁশ। কাঁচা বাদামের স্রষ্টা ভুবন বাদ্যকর। আর কাঁচা বাঁশকে বিখ্যাত করার নেপথ্যে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীন ভোট এলেই কাঁচা বাঁশ তৈরি রাখার কথা শোনা যেত দিলীপের মুখে। এ বার পুরভোট পর্বে আক্রমণাত্মক তেমন কিছু বলেননি দিলীপ। তবে বুধবার পুরভোটের প্রচারে ক্ষীরপাইয়ে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘‘পুলিশ বিজেপি কর্মীদের নিরাপত্তা দেবে না। নিজেদেরই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরাও তৈরি হচ্ছে। কাঁচা বাঁশ কেটে তৈরি রাখছে কর্মীরা।” দিলীপ আরও বলেন, “পুলিশের রুটমার্চ হচ্ছে। অন্যদিকে তৃণমূলের হয়ে প্রচার করছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো জরুরি ছিল। শান্তিতে মানুষ ভোটটা দিতে পারতেন।” খড়ারে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “খড়ার পুরসভায় দুর্নীতির পাহাড় জমে রয়েছে। উন্নয়নের নামে চাকরি, টাকা সব ভাগ হয়ে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে সব তদন্ত হবে। যার জন্য কেন্দ্র সরকারের আলাদা দফতর রয়েছে। পিসিমনির হাতে ওই দফতর নেই।”

এ দিন সকালে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রথমে ঘাটালে প্রচার করেন দিলীপ। ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে চা চক্রে উপস্থিত থেকে জনসংযোগ সারেন। সেখান থেকে যান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগরে। এলাকায় চা আড্ডায় যোগ দেন। ঘাটালে দিলীপ বলেন, “গত দু’দিন ধরে ঘাটাল-সহ বিভিন্ন পুরসভাতেই ঘুরছি। সাধারণ মানুষের স্বত:ফূর্ত সমর্থন রয়েছে। বিধানসভা ভোটে আমরা সব পুরসভাতেই এগিয়ে রয়েছি। পুরসভাও দখল করবে বিজেপি।” ঘাটাল থেকে ক্ষীরপাই পৌঁছন দিলীপ। সেখান থেকে দিলীপ যান চন্দ্রকোনায়। এ দিনই ঘাটাল, খড়ার ও রামজীবনপুর তিনটি এলাকাতেই পথসভা করেন শুভেন্দু। এ দিন খড়ারে পথসভায় ঘাটালের বিধায়ক শীতল কপাট কর্মীদের বলেন, “ভোট লুট করতে এলে কেউ যেন ফেরত না যায়। ইভিএম মেশিন ভেঙে গুঁড়িয়ে দেবেন।” কাঁচা বাঁশ নিয়ে দিলীপের মন্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিন বলেন, ‘‘ঝাড় থেকে বাঁশ কাটার লোকই নেই বিজেপিতে।’’

এ দিন চন্দ্রকোনা পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীর সমর্থনে এ দিন রোড শো করেন ভুবন বাদ্যকর। তাঁর কাঁচা বাদাম গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রচারে সেই গানটি বারবার গাইতে শোনা যায় তাঁকে। তৃণমূলের এক নেতাকে বলতে শোনা যায়, ‘‘দিলীপবাবু কাঁচা বাঁশে থাকুন, আমরা রয়েছি কাঁচা বাদামে।’’ বুধবার সন্ধ্যায় মেদিনীপুরেও দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক মিছিল ও সভা করেন দিলীপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP TMC municipal election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE