Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শুক্রবার থেকে মেদিনীপুর শহরে শুরু ‘দুয়ারে সরকার’ কর্মসূচি

অনেকেই পুরসভায় গিয়ে খোঁজ নিচ্ছেন, কবে কোন ওয়ার্ডের জন্য ক্যাম্প বসবে। ক্যাম্পের ব্যাপারে প্রচারও করছে প্রশাসন।

দুয়ারে সরকার কর্মসূচির প্রচার মেদিনীপুরে। নিজস্ব চিত্র।

দুয়ারে সরকার কর্মসূচির প্রচার মেদিনীপুরে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৪:০৬
Share: Save:

বাকি রাজ্যের সঙ্গে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলাতেও। জেলার ব্লক ও পুরসভাগুলিতে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মেদিনীপুর পুরসভা এলাকায় ২৫টি ওয়ার্ডে এই কর্মসূচি শুরু হচ্ছে শুক্রবার থেকে।

শহরবাসীরা এই ক্যাম্প নিয়ে যথেষ্ট উৎসাহিত। অনেকেই পুরসভায় গিয়ে খোঁজ নিচ্ছেন, কবে কোন ওয়ার্ডের জন্য ক্যাম্প বসবে। ক্যাম্পের ব্যাপারে প্রচারও করছে প্রশাসন।

১ ও ৮ নম্বর ওয়ার্ডের জন্য সরস্বতী শিশু মন্দিরে এবং ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতনে ক্যাম্প হবে ৪ ডিসেম্বর। ৫ ডিসেম্বর ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের জন্য এই কর্মসূচির ক্যাম্প হবে বিটি কলেজে এবং ৫ ও ২৩ নম্বর ওয়ার্ডের জন্যবিধান নগর সবুজ সংগ্রামী কমিউনিটি সেন্টারে ক্যাম্প হবে। ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের জন্য ৮ ডিসেম্বর ক্যাম্প হবে শ্রীনারায়ণ বিদ্যাভবন বালিকা স্কুলে। ওই দিনই অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ে ক্যাম্প হবে ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের। ৯ ডিসেম্বর ১৩ নম্বর ওয়ার্ডের জন্য ক্যাম্প হবে শ্রীশ্রী মহানন্দ বিদ্যামন্দিরে। ওই দিনই ১৪, ১৯ ও ২১ নম্বর ওয়ার্ডের ক্যাম্প হবে পাটনা বাজার শিবালয় প্রাথমিক বিদ্যালয়ে। ১০ ডিসেম্বর ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ক্যাম্প হবে মেদিনীপুর টাউন স্কুলে। সে দিনই পাহাড়িপুর স্কুলে হবে ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের ক্যাম্প। ১১ ডিসেম্বর ক্যাম্প হবে তিনটি কেন্দ্রে। রয়েল অ্যাকাডেমিতে ২০ নম্বর ওয়ার্ডের, বঙ্কিম স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ২২ নম্বর ওয়ার্ডের এবংরাঙ্গামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ে ৪, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের। দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। একই স্থানে পরবর্তী দিন গুলিতে সেই ক্যাম্প গুলির ব্যবস্থা করেছে প্রশাসন। ক্যাম্পগুলি পরিচালনার দায়িত্বে থাকবেন মেদিনীপুর পুরসভার প্রশাসক।

মেদিনীপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য নির্মাল্য চক্রবর্তী বলেছেন, ‘‘রাজ্য সরকারের যে ১১টি প্রকল্প নিয়ে দুয়ারে সরকার কর্মসূচি চলছে তাতে শহরবাসীর জন্য ১৩টি জায়গায় শুক্রবার থেকে শুরু হবে ক্যাম্প। সেখানে যাতে শহরবাসীর যেতে বা কোনও কিছু বুঝতে অসুবিধে না হয় সে জন্য প্রচার শুরু হয়েছে। পুরসভার কর্মীরাও থাকবেন সেই সব ক্যাম্পে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Duare Sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE