নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ় হেরেছে ভারত। দেশের মাটিতে প্রথম বার। হারের শাস্তি কি পাবেন অধিনায়ক শুভমন গিল? জানা গিয়েছে, তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই নির্দেশ দেওয়া হয়েছে দলের সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাডেজাকে।
‘ক্রিকবাজ়’ জানিয়েছে, শেষ মুহূর্তে কোনও বদল না হলে শুভমন ও জাডেজার রঞ্জি খেলা নিশ্চিত। ২২ জানুয়ারি থেকে পঞ্জাবের বিরুদ্ধে সৌরাষ্ট্রের খেলা। অর্থাৎ, একে অপরের বিরুদ্ধে খেলতে হবে শুভমন ও জাডেজাকে।
চলতি মরসুমে রঞ্জির একটি ম্যাচও খেলেননি শুভমন। গত মরসুমে কর্নাটকের বিরুদ্ধে শেষ বার ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন তিনি। জাডেজা এই মরসুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচই খেলেছেন। আপাতত দু’জনেরই দেশের হয়ে খেলা নেই। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাডেজা। শুভমন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই। ফলে রঞ্জির গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাঁদের।
আরও পড়ুন:
অধিনায়ক হওয়ার পর থেকে শুভমনকে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে। দু’বার বড় চোট পেয়েছেন তিনি। তার প্রভাব তাঁর খেলায় পড়েছে। পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অন্য দিকে জাডেজা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে মাত্র ৪৩ রান করেছেন। একটিও উইকেট পাননি। অনেকে বলছেন, এক দিনের কেরিয়ারে শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। জাডেজার জায়গা নেওয়ার দৌড়ে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। এ বার কি তাঁদের দিকে নজর দেবেন নির্বাচকেরা?
আগামী বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। তার আগে দল তৈরি করে রাখতে চাইছে ভারত। রোহিত শর্মা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও আগের দুই সিরিজ়ে পেয়েছেন। বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেরা ব্যাটার। কিন্তু বোলিং নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে মাঝের ওভারে উইকেট তুলতে না পারার খেসারত দিতে হয়েছে ভারতকে। বিশ্বকাপের আগে এই সব প্রশ্নের জবাব খুঁজছেন শুভমনেরা।