পুলিশি নজরদারি থিতোতেই চাঁদার রসিদ হাতে পথে!
রাস্তা আটকে জোর করে চাঁদা আদায়ের ঘটনায় ঘটেছে প্রাণহানি। এরপর জোর কদমে অভিযানেও নামে পুলিশ। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দাবি মতো চাঁদা না দেওয়ায় বাস আটকে চালক সহ বাস-কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল। পুজো উদ্যোক্তাদের দৌরাত্ম্য প্রকাশ্যে আনতে রাস্তায় আড়াআড়ি ভাবে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখালেন বাসকর্মীরা। বুধবার সন্ধ্যায় ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানা সংলগ্ন ডিহিচেতুয়ার এলাকার এই ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। থানায় মামলা করেছেন বাস কর্তৃপক্ষ। ঘটনার পরই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
মঙ্গলবারই ঘাটাল-পাঁশকুড়া সড়কে বাস-লরি আটকে চাঁদা আদায় করার সময় রাজেশ দোলই নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দাসপুর শহরে ওই ঘটনার পরই বুধবার সকাল থেকেই চাঁদা আদায় বন্ধে উদ্যোগী হয় পুলিশ। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনার একাধিক সড়কে সাদা পোশাকের পুলিশ অভিযানে নামে। পুলিশের টহলরত গাড়িও ঘুরে বেড়ায়। সূত্রের খবর, বুধবার সন্ধ্যার পর পুলিশি নজরদারি একটু থিতোতেই লাঠি-রড নিয়ে রাস্তায় নেমে পড়েন কালী পুজোর উদ্যোক্তাদের একাংশ।