আনাদরে প্রকৃতির কোলে বেড়ে উঠে, যাদের দিকে ফিরেও তাকায় না মানুষ, সেই রকম লতা গুল্ম দিয়ে শৌখিনতার প্রসার ঘটাচ্ছে মোহনপুরের বাসিন্দারা। বন-জঙ্গল থেকে সংগ্রহীত হরেক গাছগাছালি, লতাগুল্ম দিয়ে ওই এলাকার গড়ে উঠেছে কুটির শিল্প।
দুই মেদিনীপুরের সীমানা লাগোয়া মোহনপুর থানার কুশুন্দা গ্রামের বাসিন্দারা ওই কুটির শিল্পের মাধ্যমে আর্থিকভাবেও স্বচ্ছল হচ্ছেন। তাঁদের তৈরি জিনিস মণ্ডপসজ্জা থেকে বাড়ির ভিতরের সাজসজ্জাতেও ঠাঁই পাচ্ছে। ওই সব শৌখিন সামগ্রীর মধ্যে জনপ্রিয় হল কমলির বল বা ডেকরেশান বল।
কুশুন্দা গ্রামের বাসিন্দা বাদল গিরি ওই সব শৌখিন সামগ্রীর পাইকারি ব্যবসায়ী। গ্রামের মহিলা এবং ছেলেদের দিয়ে তিনি ওই সব সামগ্রী বানান। এবং পরে তাঁদের কাছ থেকে মজুরি দিয়ে তা কিনে নেন। বাদলবাবু বলেন, ‘‘মূলত ১০০ প্রকার প্রাকৃতিক সামগ্রী থেকেই শৌখিন জিনিসগুলি তৈরি হয়। ওডিশা থেকে কাঁচামাল আমদানি করা হয়। বেলের খোল, ডাবের খোল, জঙ্গলের কমলি, কাঠের ছত্রাক, আমড়ার বিচি, কাঠ বাদাম, খেজুর কাঠি-সহ নানা অপরিচিত সামগ্রী দিয়ে ওই শৌখিন সামগ্রী তৈরি করা হয়।’’