Advertisement
০৪ মে ২০২৪

ফি বৃদ্ধি, ক্ষোভ আইআইটিতে

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে দেশের সমস্ত আইআইটিতে ফি-বৃদ্ধির করা হয়েছে। মঙ্গলবার রাতে তার প্রতিবাদে বিক্ষোভ দেখাল খড়্গপুর আইআইটির পড়ুয়ারা।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০০:৩৭
Share: Save:

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে দেশের সমস্ত আইআইটিতে ফি-বৃদ্ধির করা হয়েছে। মঙ্গলবার রাতে তার প্রতিবাদে বিক্ষোভ দেখাল খড়্গপুর আইআইটির পড়ুয়ারা। এ দিন ক্লাস শেষের পরে প্রতিষ্ঠানের মূল ভবনের সামনে প্রায় কয়েকশো বিটেক পড়ুয়া এই প্রতিবাদে সামিল হন। তাঁদের দাবি, আগে প্রতি বছর ৬০ হাজার টাকা দিতে হত স্নাতকস্তরের পড়ুয়াদের। কিন্তু এই ফি-বৃদ্ধির জেরে বছরে ২লক্ষ টাকা দিতে হবে একজন পড়ুয়াকে। এ দিন আইআইটির ছাত্র সংগঠন জিমখানার সহ-সভাপতি অটল আশুতোষ অগ্রবালের নেতৃত্বে এই বিক্ষোভ সংগঠিত করা হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ণ মন্ত্রকে আশুতোষ একটি চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। তাঁদের দাবি, এ ভাবে হঠাৎ ফি-বৃদ্ধিতে সমস্যার মুখে পড়বেন চলতি বর্ষের পড়ুয়ারা। তাই এই বৃদ্ধি কার্যকর করা যাবে না বলে দাবি জানিয়েছে তাঁরা। এ দিন বিষয়টি নিয়ে খড়্গপুর আইআইটির রেজিস্ট্রার প্রদীপ পাইনকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IIT fees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE