ফের গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঝোপ থেকে দুই বাঘরোল ছানা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরে।
মহিষাদলের কাপাসএড়্যা গ্রামে বুধবার দুপুরে ওই দুই বাঘরোল ছানাকে উদ্ধার করে বন দফতরের হলদিয়া রেঞ্জের আধিকারিক–কর্মীরা। জেল বন আধিকারিক স্বাগতা দাস বলেন, ‘‘বাঘরোল ছানা দুটি এক থেকে দেড় মাস বয়সের। দুটি ছানাই সুস্থ রয়েছে। তাদের শুশ্রূষা করা হচ্ছে ওই বাঘরোল ছানাদের মা এলাকায় থাকতে পারে। তাই স্থানীয় বাসিন্দারা যাতে বাঘরোল দেখতে পেলে আতঙ্কগ্রস্ত না হয়ে আমাদের খবর দেন সে জন্য মাইক দিয়ে এলাকায় প্রচার চালানো হয়েছে।’’
মঙ্গলবারই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনাখালি গ্রামে স্থানীয় বাসিন্দারা এক বাঘরোলকে পিটিয়ে মেরে ফেলেছে। তবে এই ধরনের ঘটনা নতুন নয়। কয়েকমাস আগেই তমলুকের কাশীপুর ও ধলহরা গ্রামে কয়েক দিনের ব্যবধানে স্থানীয় বাসিন্দারা দুই বাঘরোলকে পিটিয়ে মেরেছিল। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বন দফতরের গাফিলতিকে দায়ী করেছিলেন। এরপরই নড়েচড়ে বসে জেলা
বন দফতর।