Advertisement
১০ মে ২০২৪

রেলশহরে ব্যবসায়ী খুনে গ্রেফতার পাঁচ

রেলশহরের ব্যবসায়ী খুনের ১১দিনের মাথায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার খড়্গপুরে সাংবাদিক বৈঠক ডেকে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ এ কথা জানান। বৈঠকে ছিলেন, খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক গুপ্ত, এসডিপিও সন্তোষ মণ্ডল ও আইসি জ্ঞানদেও প্রসাদ সাউ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:২৩
Share: Save:

রেলশহরের ব্যবসায়ী খুনের ১১দিনের মাথায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার খড়্গপুরে সাংবাদিক বৈঠক ডেকে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ এ কথা জানান। বৈঠকে ছিলেন, খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক গুপ্ত, এসডিপিও সন্তোষ মণ্ডল ও আইসি জ্ঞানদেও প্রসাদ সাউ। গত ১৮জুন শহরের গোলবাজারে খুন হয়েছিলেন পেয়াঁজ গদির মালিক জয়শঙ্কর সাউ। ঘটনায় জড়িত সন্দেহে এ দিন পর্যন্ত গোলবাজার তাতারপাড়ার রাজেশ খটিক, বিআর নগরের ঘনশ্যাম সিংহ ওরফে বিজয়, ছোট আয়মার বি রাজেশ ওরফে রাজু, বড় আয়মার সুরজ গেদাম ও নগেন্দ্র শর্মাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত এই পাঁচ জন আগেও একাধিক মামলায় যুক্ত ছিল। এ বার ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই ব্যবসায়ীকে খুন করে এই পাঁচ দুষ্কৃতী।

এ দিন পুলিশ সুপার জানান, গোটা ওই ঘটনার পরিকল্পনা করেছিল সুরজ গেদাম। ঘটনার দিন নগেন্দ্র শর্মার মোটর বাইক নিয়ে গিয়েছিল রাজেশ খটিক, ঘনশ্যাম সিংহ ও বি রাজেশ। পুলিশের দাবি, ঘটনার সময় ওই ব্যবসায়ীর থেকে প্রথমে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা পেয়েই খুন করে তারা। খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় জয়শঙ্কর সাউকে। তারপর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE