Advertisement
১৯ মে ২০২৪

পিক আপ ভ্যান উল্টে মৃত ৫

বরযাত্রী ও বাজনদার বোঝাই ছোট পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ১৩ জন। সোমবার বিকেলে ঝাড়গ্রামের বালিভাসা চকের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা। মৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন কুনু পৈড়া (৩০), ধনা বেহেরা (৩৫), কৃষ্ণ গোপ (৪০) ও নব কালিন্দি (৩০)।

হাসপাতালে আহতরা।

হাসপাতালে আহতরা।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:২৭
Share: Save:

বরযাত্রী ও বাজনদার বোঝাই ছোট পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ১৩ জন। সোমবার বিকেলে ঝাড়গ্রামের বালিভাসা চকের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা। মৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন কুনু পৈড়া (৩০), ধনা বেহেরা (৩৫), কৃষ্ণ গোপ (৪০) ও নব কালিন্দি (৩০)। বরযাত্রী কুনুবাবু বিনপুরের দহিজুড়ির বাসিন্দা। ব্যান্ড পার্টির সদস্য ধনাবাবু, নববাবু ও কৃষ্ণবাবুর বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া থানার মাতাপুর গ্রামে। অশনাক্ত দেহটিও ব্যাণ্ডপার্টির এক সদস্যের বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থেকে বিয়ের অনুষ্ঠান সেরে বিনপুরের দহিজুড়ির দিকে ফিরছিল পিক আপ ভ্যানটি। গাড়িটিতে বরের আত্মীয়স্বজন ও ব্যান্ড পার্টির সদস্যরা মিলে ১৮ জন সওয়ার ছিলেন। বর ও কনে অন্য একটি গাড়িতে ছিলেন।

বিকেল সওয়া চারটে নাগাদ দ্রুত গতি পিক আপ ভ্যানটির সামনে পড়ে একটি মোটর বাইক। সংঘর্ষ এড়াতে রাস্তার বাঁদিকে পাশ কাটাতে গিয়ে ভ্যানটি উল্টে যায়। সেই অবস্থাতেই কিছুটা ঘষটে গিয়ে রাস্তার বাঁদিকে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। জখম এক জনকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। আহত ১০ জনকে প্রথমে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বালিভাসায় জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। এ দিনের ঘটনাটি নিয়ে চলতি জুন মাসে বালিভাসায় পৃথক চারটি পথ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হল। এলাকাবাসীরা জাতীয় সড়কের এই এলাকায় যান নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE