E-Paper

চার দিন ধরে আদিবাসী দিবস, চর্চায় ভোট-অঙ্ক

জঙ্গলমহলে ভোটের-সমীকরণে আদিবাসী ও কুড়মি ভারসাম্য বজায়ে বরাবর তৎপর মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০৯:০৩
আদিবাসী দিবস পালন।

আদিবাসী দিবস পালন। —ফাইল চিত্র।

সরকারি ভাবে বিশ্ব আদিবাসী দিবস পালন প্রতি বছর হয়। তবে এ বারই প্রথম চার দিন ধরে হবে অনুষ্ঠান। ঝাড়গ্রামে রাজ্যস্তরের সেই অনুষ্ঠানের সূচনায় আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাই জঙ্গলমহলের আদিবাসী ভোট ব্যাঙ্ককে নিশানা করেই কি এ বার আদিবাসী দিবস পালনে এত ঘটা, শুরু হয়েছে চর্চা।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম স্টেডিয়ামে ৭ থেকে ১০ অগস্ট পর্যন্ত আদিবাসী দিবসের অনুষ্ঠান চলবে। ৭ অগস্ট অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।কেন চার দিনে অনুষ্ঠান? জেলা প্রশাসনের কর্তারা সদুত্তর দিতে পারেননি। তবে জেলার এক আধিকারিক বলেন, ‘‘নবান্নের নির্দেশে এ বার চারদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’’ প্রশাসন সূত্রে খবর, চার দিনের অনুষ্ঠানের চূড়ান্ত সূচি এখনও হয়নি। তবে আদিবাসী মানুষজনকে অনুষ্ঠান, নানা সাংস্কৃতি অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানের দায়িত্বে থাকছে আদিবাসী উন্নয়ন দফতর। থাকবে বিভিন্ন সরকারি দফতরের স্টল। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, চার দিনই বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান হতে পারে।

জঙ্গলমহলে ভোটের-সমীকরণে আদিবাসী ও কুড়মি ভারসাম্য বজায়ে বরাবর তৎপর মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম জেলায় চারটি বিধানসভা আসনের মধ্যে দু’টি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। এই জেলায় কুড়মিও রয়েছে প্রচুর। বিশেষ করে গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় কুড়মি ভোট তুলনায় বেশি। কুড়মিদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবি এখনও পূরণ হয়নি। ফলে, ভারসাম্যের অঙ্কে আদিবাসী দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

বিগত কয়েক বছর ৯ অগস্ট, বিশ্ব আদিবাসী দিবসেই ঝাড়গ্রামে এসেছেন মুখ্যমন্ত্রী। গুণিজন সংবর্ধনা ও নানা প্রকল্পের ভাতা বিলি করেছেন। এ বার সূচি বদলাচ্ছে। প্রশাসনিক সভার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও হতে পারে। ৬ বা ৮ অগস্ট হতে পারে। তার প্রস্তুতিও সেরে রাখছে জেলা প্রশাসন।

বসে নেই তৃণমূলও। ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে একদফা প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছে। ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলছেন, ‘‘৬ অগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসবেন। ৭ অগস্ট বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ বার চারদিন অনুষ্ঠান হবে।’’ দুলাল জানাচ্ছেন, প্রশাসনিক অনুষ্ঠান হলেও লোক আনতে প্রতিটি ব্লককে নির্দেশ দেওয়া হয়েছে। ২০ হাজার জমায়েতের লক্ষ্যমাত্রা রয়েছে।জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশিস কুণ্ডুর কটাক্ষ, ‘‘প্রতিবার বিশ্ব আদিবাসী দিবসে একদিনের অনুষ্ঠান হয়। ভোট আসছে বলেই এ বার চার দিনের অনুষ্ঠান। কিন্তু জঙ্গলমহলের আদিবাসী মানুষ এত বোকা নন। তাঁরা জানেন তাঁদের আসল বন্ধু কে।’’ দুলালের পাল্টা, ‘‘আদিবাসী মানুষজন সত্যিই জানেন, তাঁদের জন্য যদি কেউ কাজ করেন, তিনি হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jhargram

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy