Advertisement
০৭ মে ২০২৪

জেলাশাসকের নির্দেশে প্রকল্প পরিদর্শন

ব্লকে ব্লকে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। শনিবার ছিল ছুটির দিন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার নির্দেশে এ দিনই ব্লক পরিদর্শনে যান তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০১:২১
Share: Save:

ব্লকে ব্লকে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। শনিবার ছিল ছুটির দিন। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার নির্দেশে এ দিনই ব্লক পরিদর্শনে যান তাঁরা। গীতাঞ্জলি বা নির্মল বাংলা—সমস্ত সরকারি প্রকল্পের কাজই খতিয়ে দেখা হয়। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “এ দিন যে ব্লক পরিদর্শন হবে, তা আগে থেকেই ঠিক ছিল। কে কোন ব্লকে যাবেন, তাও ঠিক ছিল। সেই মতোই সব কিছু হয়েছে।” তাঁর দাবি, এমন পরিদর্শনে কাজে গতি আসে। ছোটখাটো সমস্যা থাকলে সহজেই ধরা পড়ে। পশ্চিম মেদিনীপুরে ২৯টি ব্লকের সবক’টিই পরিদর্শন হয়েছে এ দিন। জেলা থেকে যাওয়া আধিকারিকদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমুখ। একশো দিনের কাজ প্রকল্প, আনন্দধারা প্রকল্প এ সবও খতিয়ে দেখা হয়। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, সাংসদ এলাকা উন্নয়ন তহবিল প্রভৃতি তহবিলের বরাদ্দ অর্থে যে সব কাজ চলছে, তার অগ্রগতিও খতিয়ে দেখা হয়। জেলার এক বিডিও-ও মানছেন, “এ রকম পরিদর্শন হলে কাজের গতি বাড়ে। ভুলত্রুটি থাকলে সতর্কও হওয়া যায়।” একাধিক প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগ নতুন নয়। সরকারি নির্দেশ অমান্য করে কোথাও কোথাও নিম্মমানের সামগ্রী ব্যবহার করা হয়। জেলার ওই বিডিওর দাবি, “এ রকম অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এমন পরিদর্শন হলে ভালই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Govt. Project inspection District magistrate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE