Advertisement
১৯ মে ২০২৪

নির্মাণে বাধা, প্রধান শিক্ষককে মারের অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খাদিনান গ্রামে পঞ্চম থেকে দশম শ্রেণির ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো। স্কুল লাগোয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিএড কলেজ ও মাঠ রয়েছে। ওই মাঠেই স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধূলা করে। গরমের ছুটিতে স্কুল এখন বন্ধ।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ১৪:০০
Share: Save:

ছাত্রছাত্রীদের খেলার মাঠের জমিতে অস্থায়ী নির্মাণে বাধা দিয়েছিলেন প্রধান শিক্ষক। পরিবর্তে তাঁকে মারধরের অভিযোগ উঠল।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার খাদিনান গ্রামে। বিবেকানন্দ মিশন অ্যাকাডেমি নামে ওই স্কুলের প্রধান শিক্ষক রাজকুমার পয়ড়াকে মারধরের ঘটনায় জড়িত জাহাঙ্গির আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, খাদিনান গ্রামে পঞ্চম থেকে দশম শ্রেণির ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো। স্কুল লাগোয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিএড কলেজ ও মাঠ রয়েছে। ওই মাঠেই স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধূলা করে। গরমের ছুটিতে স্কুল এখন বন্ধ। অভিযোগ, স্কুল লাগোয়া ওই মাঠের একাংশে বুধবার থেকে ঘর তৈরির কাজ শুরু হয়েছে। খবর পেয়ে প্রধান শিক্ষক রাজকুমার পয়ড়া ও কয়েকজন সহ-শিক্ষক বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ঘটনাস্থলে যান। অভিযোগ, জাহাঙ্গির আলম নামে এক জন নির্মাণ কাজের তদারকি করছিল। রাজকুমারবাবু নির্মাণ কাজ বন্ধ রাখতে বললে জাহাঙ্গির আলম ও তার সঙ্গীরা তাঁকে ধাক্কা দেয় ও ঘুষি মারে। সহ শিক্ষকেরা রাজকুমারবাবুকে উদ্ধার করেন। তাঁকে কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তিনি কোলাঘাট বিট হাউস থানায় জাহাঙ্গির আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

রাজকুমারবাবু বলেন, ‘‘একটি স্বেচ্ছাসেবী সংস্থার মালিকানাধীন ওই মাঠে স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধূলা করে। কিন্তু মাঠের পাশে গোপালনগর গ্রামের একজন মাঠের জায়গা দখল করে ঘর তৈরির চেষ্টা করছিলেন। ছাত্রছাত্রীদের অসুবিধা হবে ভেবে আমরা ওই নির্মাণে আপত্তি জানাতে যাই। তখনই জাহাঙ্গির আলম নামে ওই ব্যক্তি আমাদের উপর হামলা চালায়।’’

অভিযুক্ত জাহাঙ্গির আলমের দাবি, ‘‘স্কুলের জমিতে ঘর তৈরি করা হয়নি। তা সত্ত্বেও প্রধান শিক্ষক কাজে বাধা দিতে এলে বচসা বাধে। ওঁকে মারধরের অভিযোগ ঠিক নয়।’’ ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক গোবিন্দপ্রসাদ বেরার বক্তব্য, ‘‘আমাদের পরামর্শেই ওই ব্যক্তি ওখানে নির্মাণ করছিলেন।’’

কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মানব সামন্ত বলেন, ‘‘খাদিনান গ্রামে খেলার মাঠের জমিতে ঘর তৈরি নিয়ে এক ব্যক্তির সঙ্গে স্কুলের শিক্ষকদের গোলামাল হয়েছে জানতে পেরেছি। এ বিষয়ে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE