জঙ্গলমহলের তিনটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের হাল ফেরাতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এ জন্য সরকারি নির্দেশিকাও জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, নয়াগ্রাম ও গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আরও ৩৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হবে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখন ৫৪ জন চিকিৎসক ঝাড়গ্রাম জেলা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিষেবা দিচ্ছেন। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা ২৭। ঝাড়গ্রাম জেলা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শয্যা সংখ্যা তিনশো। কিন্তু প্রতিদিনই অতিরিক্ত রোগীকে ভর্তি নিতে বাধ্য হন কর্তৃপক্ষ। বাড়তি রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা করতে হয়। ২৭ জন বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে বর্হিবিভাগ ও অন্তর্বিভাগের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা করতে গিয়ে হিমসিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সম্প্রতি ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের দেখভালে সমস্যা হচ্ছে।
এ বার স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় কিছুটা সঙ্কট কাটার আশা দেখা দিয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জন্য আরও ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে। এর মধ্যে দু’জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ২ জন চর্মরোগ বিশেষজ্ঞ, প্যাথোলজি ৩ জন, ইএনটি ১, শিশুরোগ বিশেষজ্ঞ ১, রেডিওলজিস্ট ১, অ্যানাস্থেটিস্ট ১। ঝাড়গ্রামের সিএমওএইচ অশ্বিনীকুমার মাঝি বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা রোগীদের আরও ভাল পরিষেবা দেওয়া যাবে।” নয়াগ্রাম সুপার স্পেশ্যালিটির জন্য ১১ জন বিশেষজ্ঞ ও গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটির জন্য ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে।