Advertisement
১৭ মে ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে নালিশ, বিক্ষোভ শহরে

পথে নয়, দফতরে গেল অটো

শহরের রাস্তায় প্রচুর বেআইনি টোটো চলাচল করছে— এই অভিযোগে সোমবার সকাল থেকে বিক্ষোভে সামিল হলেন মেদিনীপুরের অটো মালিক ও চালকেরা। তাঁরা এ দিন রাস্তায় অটোও নামাননি। ফলে, বিভিন্ন রুটে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

প্রতিবাদ: অটো নিয়ে পরিবহণ দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন মেদিনীপুরের অটো মালিক ও চালকরা। সোমবার। ছবি: সৌমেশ্বর মণ্ডল

প্রতিবাদ: অটো নিয়ে পরিবহণ দফতরে গিয়ে বিক্ষোভ দেখালেন মেদিনীপুরের অটো মালিক ও চালকরা। সোমবার। ছবি: সৌমেশ্বর মণ্ডল

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০১:১৮
Share: Save:

শহরের রাস্তায় প্রচুর বেআইনি টোটো চলাচল করছে— এই অভিযোগে সোমবার সকাল থেকে বিক্ষোভে সামিল হলেন মেদিনীপুরের অটো মালিক ও চালকেরা। তাঁরা এ দিন রাস্তায় অটোও নামাননি। ফলে, বিভিন্ন রুটে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

অটো মালিক সংগঠনের বক্তব্য, মেদিনীপুরে প্রচুর অবৈধ টোটো চলাচল করছে। পরিবহণ দফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না। শহরের প্রধান রাস্তাগুলোয় টোটো চলার কথা নয়। তাও চলাচল করছে। এর ফলে, ক্ষতির মুখে পড়ছে অটো। অটো মালিক সংগঠনের সম্পাদক মহম্মদ সিরাজ আলির কথায়, “আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছি। প্রশাসনকে বারবার সমস্যার কথা জানিয়েছি। তাও তা সমাধানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’ ক্ষুব্ধ অটো মালিক ও চালকরা এ দিন গাড়ি নিয়ে পরিবহণ দফতরে যান। তাঁদের ব্যাখ্যা ছিল, অটো চালিয়ে যদি লাভই না হয়ে, তা হলে গাড়ি ফেরত নিয়ে নিক পরিবহণ দফতর।

দফতরের সামনে প্রচুর অটো জড়ো হয়ে যাওয়ার খবর পৌঁছয় জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর নির্দেশ দেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা। এরপরই অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) দফতরে তড়িঘড়ি বৈঠকে ডেকে নেওয়া হয় অটো মালিক সংগঠনের কর্তাদের। পুলিশের অনুরোধে সাড়া দিয়ে প্রথমে অটোগুলো পরিবহণ দফতরের সামনে থেকে নিয়ে গিয়ে বার্জটাউন মাঠে গিয়ে রাখা হয়। বৈঠকের পরে অবশ্য ফের শহরে অটো নামানো হয়। ছন্দে ফেরে পরিবহণ। অটো মালিক সংগঠনের নেতা সিরাজের কথায়, “প্রশাসন সমস্যার সমাধানে পদক্ষেপের আশ্বাস দিয়েছে। বৈঠক ডাকা হবে বলে জানিয়েছে। তারপরই আমরা ফের অটো রাস্তায় নামিয়েছি।’’

অবৈধ টোটোয় রাশ টানার পক্ষে টোটো ইউনিয়নও। ইউনিয়নের সভাপতি স্নেহাশিস ভৌমিক মানছেন, “শহরে অনেক অবৈধ টোটো রয়েছে। প্রশাসন চিহ্নিত করে ব্যবস্থা নিক।” স্নেহাশিসবাবুর কথায়, “অবৈধ টোটো চলাচলের ফলে বৈধ টোটোর ব্যবসা মার খাচ্ছে। প্রশাসনের উচিত, অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযানে নামা। শহরের গতি যাতে স্বাভাবিক থাকে, রোজ যাতে যানজট না হয় তা নিশ্চিত করা।”

শহর মেদিনীপুরে অটো-টোটো সংঘাত নতুন নয়। সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে আগামী দু’সপ্তাহের মধ্যে মেদিনীপুরে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৈঠকে পরিবহণ দফতর, পুলিশ, পুরসভার কর্তাদের পাশাপাশি থাকবেন অটো ও টোটো মালিকদের সংগঠনের নেতৃত্ব। এ দিনের বৈঠকেই ওই সিদ্ধান্ত হয়েছে। সকালে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুরেন্দ্রকুমার মিনার দফতরে এই প্রশাসনিক বৈঠকে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শচীন মক্কর, মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ, জেলার অতিরিক্ত পরিবহণ আধিকারিক অমিত দত্ত। ছিলেন অটো মালিক সংগঠনের সম্পাদক মহম্মদ সিরাজ আলি-সহ অন্য নেতারাও।

এ দিনের বৈঠক শেষে জেলার অতিরিক্ত পরিবহণ আধিকারিক অমিত দত্ত বলেন, “শহরে অটো- টোটোর একটা সমস্যা রয়েছে। সমস্যার সমাধানে সব রকম চেষ্টা হচ্ছে। দু’সপ্তাহের মধ্যে মেদিনীপুরে এক বৈঠক হবে। সেখানে স্থায়ী সমাধানসূত্রই খোঁজা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto Auto Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE