স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে পিংলার করকাই গ্রামের ঘটনা। মৃতের নাম জবা মাণ্ডি (৩৫)। আদিবাসী ওই মহিলার স্বামী বারিয়া মাণ্ডিকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চককৃষ্ণদাস গ্রামের বাসিন্দা জবার সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয় পাশের গ্রাম করকাইয়ের বারিয়ার। অভিযোগ, বারিয়া প্রতিদিন নেশা করত বলে বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই থাকত বলে। সোমবার রাতে বারিয়া নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরে। জবার সঙ্গে রান্না নিয়ে তাঁর অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় একটি লাঠি দিয়ে জবার মাথায় আঘাত করে বারিয়া। বারিয়া স্ত্রীর দেহ নিয়ে গিয়ে পাশের পুকুরের পাড়ে ঝোপে ফেলে আসে। মঙ্গলবার সকালে বাপের বাড়ির লোকেরা জবার খোঁজ করতে করকাইয়ে আসে। জবার সন্ধান না মেলায় তাঁদের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ খোঁজার পরে ঝোপের আড়ালে দেহটি পড়ে থাকতে দেখেন বাপের বাড়ির লোকেরা। মৃতার ভাই বাবলু হাঁসদা পিংলা থানায় গিয়ে বারিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। রাতেই জবার দেহ উদ্ধার করা হয়।