Advertisement
E-Paper

গড়বেতায় এবার মুখোমুখি বিজেপি-তৃণমূল, একই দিনে সভা দুই দলের

২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতা থানার ছোটআঙাড়িয়া গ্রামে  গণহত্যার ঘটনা ঘটেছিল। তারপর জল বয়ে গিয়েছে অনেক দূর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:৫৭
ছোট আঙাড়িয়ার শহীদ বেদি। ফাইল চিত্র।

ছোট আঙাড়িয়ার শহীদ বেদি। ফাইল চিত্র।

আবারও একই দিনে দু’টি দলের সভা হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। গড়বেতা এলাকায় একই দিনে দু’টি রাজনৈতিক দলের সভা হবে। এক দিকে ‘ছোট আঙাড়িয়া দিবস’ পালন করবে তৃণমূল, অন্য দিকে গড়বেতা শহরে সভা করবে বিজেপি। পাশাপাশি দুই সভা ঘিরে তাই উত্তাপ চরমে একসময় খবরের শিরোনামে থাকা গড়বেতায়।

২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতা থানার ছোটআঙাড়িয়া গ্রামে গণহত্যার ঘটনা ঘটেছিল। তারপর জল বয়ে গিয়েছে অনেক দূর। সিবিআই তদন্ত, আদালতে বিচার-পর্ব, সব কিছুই হয়েছে। কিন্তু সেই অভিশপ্ত দিনের কথা ভুলতে পারেননি ওই এলাকার বাসিন্দারা। এমনকি ওই ঘটনার সাক্ষী এবং যাঁর বাড়িতে ঘটনা ঘটেছিল সেই তৃণমূল নেতা বক্তার মণ্ডলের মনে আজও গেঁথে আছে সেই ঘটনা। প্রতি বছরই ওই দিনটিকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে যায় তৃণমূল। মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীও গিয়েছেন সেখানে।

দলবদলের পরেও সেই ধারা বজায় রাখতে চান শুভেন্দু। তাই তিনি ঘোষণা করেছেন, আগামী ৪ জানুয়ারি তিনি গড়বেতায় সভা করবেন। দাঁতনের সভা থেকে তিনি বলেন, ৪ জানুয়ারি তিনি গড়বেতা যাবেন। সাংগঠনিক জেলা সভাপতি শমিত দাশ সেখানে উপস্থিত থাকার জন্য বলেছেন। তবে বিজেপি ছোটআঙাড়িয়াতে যাচ্ছে না। তারা সভা করবে গড়বেতা শহরে।

বিজেপির জেলা সভাপতি শমিত দাশ বলেন, ‘‘আর নয় অন্যায়ের স্লোগান তুলে জেলা জুড়ে সভা ও পদযাত্রা করা হচ্ছে। সেই স্লোগান নিয়েই সভা করা হবে গড়বেতায়। ৪ জানুয়ারি বেলা ৩টেয় সভা হবে। শুভেন্দু অধিকারী থাকবেন ওই সভায়, তা ছাড়া জেলার অন্যান্য নেতৃত্বরা থাকবেন।’’

অন্য দিকে ওই দিনই ছোট আঙাড়িয়া দিবস পালন করবে তৃণমূল। দিনভর ওই গ্রামে নানান কর্মসূচির আয়োজন করছে ঘাসফুল শিবির। শহীদ বেদিতে মাল্যদান ছাড়াও সভা করা হবে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘২০০১ সালের ঘটনা এখনও মনকে ভারাক্রান্ত করে তোলে। সেখানে প্রতি বছর দিনটি স্মরণ করা হয়। এ বারেও তার ব্যতিক্রম হচ্ছে না। জেলার নেতাদের উপস্থিতিতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।" একই দিনে দু’টি রাজনৈতিক দলের সভার আয়োজন করা হচ্ছে। তার ফলে বেশ চাপে রয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।

আরও পড়ুন: তাঁর মতোই লক্ষ্য অমর্ত্য সেন, সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে তৃণমূলের পতাকা, মমতার রোডশোর আগেই বিতর্ক

TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy