Advertisement
E-Paper

মেলবোর্নে শততম জয়, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, চাপ কাটিয়ে জয় শিয়নটেকেরও

নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যামে স্ট্রেট সেটে জয় দিয়েই শুরু করলেন নোভাক জোকোভিচ। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। মেলবোর্নে এটি জোকোভিচের ১০০তম জয়। চাপ কাটিয়ে জিতলেন ইগা শিয়নটেকও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৫৬
sports

জয়ের পর জোকোভিচের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যামে স্ট্রেট সেটে জয় দিয়েই শুরু করলেন নোভাক জোকোভিচ। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পেদ্রো মার্তিনেজ়কে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারালেন। মেলবোর্নে এটি জোকোভিচের ১০০তম জয়। ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এখন রজার ফেডেরারের পিছনে। আর তিনটি ম্যাচ জিতলেই টপকে যাবেন ফেডেরারকে। মেয়েদের বিভাগে চাপ কাটিয়ে জিতলেন ইগা শিয়নটেকও।

শততম জয় নিয়ে জোকোভিচ বলেছেন, “কী আর বলব? শব্দটাই শুনতে দারুণ লাগছে। খুব ভাল লাগছে ১০০টা ম্যাচ জিততে পেরে। ইতিহাস তৈরি করা অন্যতম সেরা অনুপ্রেরণা। বিশেষ করে আমার কেরিয়ারের শেষ পাঁচ, ১০ বছরের কথা বলছি। এক বার যদি ইতিহাস তৈরি করে ফেলি, তা হলে নিজের সেরা টেনিস খেলার তাগিদ আরও বেড়ে যায়।”

জোকোভিচ আরও বলেন, “যাঁরা আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছেন এবং কী ভাবে এত বছর ধরে টেনিস খেলা যায় তার পরামর্শ দিয়েছেন, তাঁদের পেয়ে আমি ভাগ্যবান। দ্রুত শেষ হয়ে যাই না। যতটা সম্ভব টেনিসজীবন এগিয়ে নিয়ে যেতে চাই। এখনও এই পর্যায়ের টেনিস খেলতে পেরে আপ্লুত।”

অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি উইম্বলডন এবং রোলঁ গারোজেও ১০০টি করে জয় রয়েছে জোকোভিচের। তিনটি গ্র্যান্ড স্ল্যামে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এই কাজ করে দেখাতে পেরেছেন। দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সেসকো মায়েস্ত্রেলি।

অতীতে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও এ দিন জোকোভিচকে বিশেষ পরিশ্রম করতে হয়নি। অত্যন্ত তীক্ষ্ণ দেখিয়েছে তাঁকে। বেসলাইন থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন এবং প্রতিপক্ষের থেকে তিন গুণ বেশি ‘উইনার’ মেরেছেন।

প্রথম অস্ট্রেলিয়ান ওপেন পাওয়ার লক্ষ্যে নেমেছেন শিয়নটেক। তাঁকে প্রথম রাউন্ডে যথেষ্ট নড়বড়ে লেগেছে। প্রথম সার্ভিসই ভেঙে দেন বিপক্ষ। শেষ পর্যন্ত বিশ্বের ১৩০ নম্বর এবং চিনের কোয়ালিফায়ার ইউয়ান ইউকে ৭-৬, ৬-৩ গেমে হারাল শিয়নটেক। চারটি ফরাসি ওপেন রয়েছে শিয়নটেকের। এক বার করে উইম্বলডন এবং ইউএস ওপেন জিতেছেন। কার্লোস আলকারাজ়ের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনটাই তাঁর অধরা। দু’বার সেমিফাইনালে উঠেও হেরেছেন।

জয়ের পর শিয়নটেক বলেন, “শুরুতে একটু চাপে ছিলাম। অনেক উত্থান-পতন হয়েছে। সার্বিক ভাবে বেশ কয়েকটা জিনিস নিয়ে কাজ করতে হবে। সেটাতেই মনোযোগ দিচ্ছি।” প্রথম সেটে ৩-৫ পিছিয়ে থাকার সময় নিজের সার্ভ ধরে রাখেন এবং পরে সার্ভিস ভেঙে ম্যাচে সমতা ফেরান। সেখান থেকে সেট টাইব্রেকারে জিতে নেন।

দ্বিতীয় বাছাই কোকো গফ ৬-২, ৬-৩ হারিয়েছেন কামিলা রাখিমোভাকে। চতুর্থ বাছাই আমান্ডা আনিসিমোভা এবং ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আনিসিমোভা ৬-৩, ৬-২ হারিয়েছেন সিমোনা ওয়ালটার্টকে। পেগুলা ৬-২, ৬-১ হারিয়েছেন আনাস্তাসিয়া জ়াখারোভাকে।

ছেলেদের বিভাগে আলেক্স ডি মিনর ৬-২, ৬-২, ৬-৩ হারিয়েছেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডকে। ১১তম বাছাই ড্যানিল মেদভেদেভ ৭-৫, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন জেসপার ডি জংকে। ১২তম বাছাই ক্যাসপার রুড ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন মাত্তিয়া বেলুচ্চিকে। বিদায় নিয়েছেন সপ্তম বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমে। নুনো বোর্জেসের বিরুদ্ধে ৬-৩, ৪-৬, ৪-৬ পিছিয়ে থাকার সময় চোট পেয়ে খেলা ছেড়ে দেন।

ওয়াইল্ড কার্ড পেয়ে জীবনের শেষ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। তিনি প্রথম রাউন্ডে ৫-৭, ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন লাসলো জেরেকে।

Australian Open 2026 Novak Djokovic Iga Swiatek Tennis Stanislas Wawrinka Daniil Medvedev
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy