Advertisement
২৭ এপ্রিল ২০২৪
নালিশ মেদিনীপুর মেডিক্যালে

এ বার সদ্যোজাত বদল

শিশু বদলের অভিযোগ ঘিরে শোরগোল পড়ল মেদিনীপুর মেডিক্যালে। ঘটনাটি মঙ্গলবার বিকেলের। দুলহেনা বিবি নামে এক প্রসূতির অভিযোগ, তাঁর ছেলে হয়েছিল। কিন্তু তাঁকে কন্যাসন্তান দেওয়া হয়েছে। দুলহেনার স্বামী রেনজার দালাল হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজার দফতরে লিখিত অভিযোগও জানান।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ০০:৩০
Share: Save:

শিশু বদলের অভিযোগ ঘিরে শোরগোল পড়ল মেদিনীপুর মেডিক্যালে। ঘটনাটি মঙ্গলবার বিকেলের। দুলহেনা বিবি নামে এক প্রসূতির অভিযোগ, তাঁর ছেলে হয়েছিল। কিন্তু তাঁকে কন্যাসন্তান দেওয়া হয়েছে। দুলহেনার স্বামী রেনজার দালাল হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজার দফতরে লিখিত অভিযোগও জানান। তার ভিত্তিতে তদন্ত কমিটি গড়া হয়েছে। হাসপাতাল সুপার তন্ময়কান্তিবাবু বলেন, “ঘটনাটি ঠিক কী দেখা হচ্ছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

সম্প্রতি শিশু পাচার নিয়ে রাজ্যের নানা প্রান্তে হইচইয়ের সময় মেদিনীপুরে সাড়া পড়েছিল। খাস মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু পাচারের অভিযোগ উঠেছিল। পুলিশ এক আয়াকে গ্রেফতার পর্যন্ত করে। ঘাটালের এক নার্সিংহোমেও শিশু বিক্রির অভিযোগ ওঠে। ওই নার্সিং হোমের মালিককে গ্রেফতার করা হয়। এখন আবার শিশু বদলের অভিযোগ উঠল।

মেদিনীপুর সদর ব্লকের হাতিহল্কায় থাকেন দুলহেনারা। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন দুলহেনা। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তিনি সন্তান প্রসব করেন। দুলহেনার দাবি, প্রথম যখন তাঁকে সন্তান দেখানো হয়, তখন তিনি দেখেন পুত্রসন্তান হয়েছে। কিন্তু দুধ খাওয়ানোর জন্য পরে তাঁর কোলে কন্যাসন্তান দেওয়া হয়। দুলহেনার স্বামী রেনজারের আবার দাবি, “কন্যাসন্তানের মাথায় একটা দাগ ছিল। কিন্তু স্ত্রীকে প্রথম দেখানো শিশুটির মাথায় কোনও দাগ ছিল না।’’ এই প্রথম নয়, মেদিনীপুর মেডিক্যালে শিশু বদলের অভিযোগ আগেও উঠেছে। হাসপাতালের এক কর্তা বলেন, “কখনও কখনও ভুল বোঝাবুঝির জন্য সমস্যা তৈরি হয়। এ ক্ষেত্রে ঠিক কী হয়েছে দেখতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Infant Infant Exchange
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE